টুইটারের আসছে ‘বুকমার্কস’

গ্রাহকের পছন্দমত অবসর সময়ে টুইট পড়ার সুবিধার্থে ‘বুকমার্কস’ ফিচারের পরীক্ষা চালাচ্ছে টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Nov 2017, 11:16 AM
Updated : 24 Nov 2017, 11:16 AM

এই ফিচারের মাধ্যমে গ্রাহক ব্যক্তিগতভাবে টুইট ফ্ল্যাগ করে রাখতে পারবেন। ফলে যখন তাদের সময় হবে তখন এই টুইটগুলো পড়তে পারবেন বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

চলতি বছর অক্টোবরে মাইক্রোব্লগিং সাইটটির পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়, টুইট মজুদ করে রাখার জন্য তারা একটি বুকমার্কিং ফিচার তৈরি করছে।

এবার এক টুইট বার্তায় প্রতিষ্ঠানের পণ্য বিভাগের প্রধান কিথ কোলম্যান বলেন, #সেইভফরলেটার নামের নতুন ফিচারটির কাজ হচ্ছে।

টুইটারের পণ্য নকশাকারী টিনা কোয়ামা বলেন, “#সেইভফরলেটার দলের পক্ষ থেকে সংবাদ! আমরা নতুন ফিচারকে ‘বুকমার্কস’ ডাকার সিদ্ধান্ত নিয়েছি, কারণ কনটেন্ট মজুদ করার ক্ষেত্রে এটি সাধারণভাবে ব্যবহৃত নাম এবং এটি ন্যাভিগেশনের অন্যান্য ফিচারের সঙ্গে  ভালোভাবে মানানসই।”

এই ফিচারটি গ্রাহককে আলাদা একটি তালিকা তৈরি করার সুযোগ দেবে, যাতে তারা আবার এতে ফেরত আসতে পারেন।

টুইটার কর্মী জেসার শাহ বলেন, অনেক গ্রাহকই এই ফিচারটির জন্য অনুরোধ জানিয়েছেন, বিশেষ করে জাপান থেকে।