‘২৪ হাজার’ স্বচালিত ভলভো কিনছে উবার

গাড়ি নির্মাতা সুইডিশ প্রতিষ্ঠান ভলভো’র কাছ থেকে প্রায় ২৪ হাজার স্বচালিত গাড়ি কেনার পরিকল্পনা করছে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 03:07 PM
Updated : 21 Nov 2017, 03:07 PM

এর মাধ্যমে সিলিকন ভ্যালিতে নিজেদের স্বচালিত গাড়ি বিভাগের পিছিয়ে পড়া কাটিয়ে উঠতে পারে উবার, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

সোমবার এক বিবৃতিতে ভলভো বলেছে, তারা উবারকে ২০১৯ সাল থেকে ২০২১ সালের মধ্যে তাদের স্বচালিত গাড়ি প্রযুক্তি সমৃদ্ধ ফ্ল্যাগশিপ এক্সসি৯০ এসইউভি গাড়ি সরবরাহ করার একটি চুক্তি করেছে।

এ ক্ষেত্রে গাড়ির সংখ্যা ২৪ হাজার পর্যন্ত হতে পারে বলে জানিয়েছেন ভলভো’র এক মুখপাত্র। 

ভলভো গাড়িতে ব্যবহৃত স্বচালিত ব্যবস্থা এখনও বানানো হয়নি। এটি উবারের অ্যাডভান্সড টেকনোলজি গ্রুপ-এর অধীনে বানানো হচ্ছে।

যদি উবার ২৪ হাজার গাড়ি কেনে, তবে স্বচালিত খাতে এটি হবে সবচেয়ে বেশি সংখ্যক গাড়ি বিক্রির অর্ডার, সবচেয়ে বড় অর্ডার হবে ভলভো’র জন্যও। 

এই গাড়ির খুচরা মূল্য প্রায় ৫০ হাজার ডলার থেকে শুরু হয়।

এক বছরের বেশি সময় ধরে উবার ভলভো’র প্রটোটাইপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে। যদিও এই গাড়িগুলোতে নিরাপত্তা রক্ষাকারী চালক রাখা হয়।

উবারের অটোমোবাইল খাতের প্রধান জেফ মিলার বলেন, “শুরু থেকেই আমাদের উদ্দেশ্য হচ্ছে এমন কোনো যানে বিনিয়োগ করা যা বেশি সংখ্যক উৎপাদন করা যায়।”

এই স্বচালিত গাড়ি কোনো চালক ছাড়াই উবার অ্যাপের মাধ্যমে যাত্রীসেবা দেবে বলে আশা করা হচ্ছে।

ভলভো উবারের এই ক্রয়চুক্তি নিয়ে এখনও আর্থিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি।