আরও তিনটি স্যাটেলাইট পাঠালো চীন

মঙ্গলবার নতুন তিনটি রিমোট সেন্সিং স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে চীন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2017, 02:39 PM
Updated : 21 Nov 2017, 02:39 PM

রিমোট সেন্সিং শিল্পের জন্য বাণিজ্যিক প্রচারণায় পর্যবেক্ষণ ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে স্যাটেলাইট তিনটি পাঠানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ--খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

শানজি অঞ্চলের তাইইউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে স্যাটেলাইট তিনটি উৎক্ষেপণ করা হয়। স্যাটেলাইটগুলোর নাম বলা হয়েছে, জিলিন-১ ০৪, জিলিন-১ ০৫ এবং জিলিন-১ ০৬।

জিলিন-১ স্যাটেলাইট পরিবারের এটি তৃতীয় উৎক্ষেপণ। এই পরিবারে এমন ৬০টির বেশি স্যাটেলাইট রয়েছে। স্যাটেলাইটগুলো তৈরি করেছে চ্যাং গুয়াং স্যাটেলাইট টেকনোলজি লিমিটেড।

ওয়াইড ইমেজিং, ভিডিও ইমেজিং এবং মাল্টি-স্পেক্ট্রাল ইমেজিংয়ের জন্য এই ব্যবস্থাটি ব্যবহার করা হবে। এর থেকে পাওয়া রিমোট সেন্সিং ডেটা প্রশাসনিক এবং বাণিজ্যিক গ্রাহকদের দেওয়া হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

লং মার্চ-৬ রকেটে করে এবারের স্যাটেলাইটগুলো পাঠানো হয়েছে। এটি চীনের তরল-জ্বালানী চালিত রকেটের নতুন প্রজন্ম। রকেটটি বানিয়েছে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন। লং মার্চ-৬ এর দ্বিতীয় মিশন ছিল এটি।