শিশুদের আরও স্মার্ট করছে প্রযুক্তি: টেন্ডুলকার

প্রযুক্তি বর্তমান প্রজন্মকে আরও বেশি স্মার্ট ও আত্মবিশ্বাসী করছে বলে মত প্রকাশ করেছেন ভারতীয় ক্রিকেটার শচীন টেন্ডুলকার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 02:35 PM
Updated : 20 Nov 2017, 02:35 PM

সোমবার ইউনিসেফ ওয়ার্ল্ড চিল্ডেন’স ডে অনুষ্ঠানে টেন্ডুলকার বলেন, “আজকের প্রজন্ম আত্মবিশ্বাসী, আমি এই প্রজন্মের অনেক শিশুর সঙ্গে কথা বলি এবং এটা মানতে হয় যে আগের প্রজন্মের চেয়ে তারা স্মার্ট।”

“প্রযুক্তির সহয়তায় এটি সম্ভব হয়েছে। বিশ্বের যেকোনো প্রান্তে কি হচ্ছে তা আপনি কয়েক মিনিটের মধ্যে জানতে পারেন।”

“আপনি দেখেন তিন বছরের একটি শিশু আরামে কম্পিউটারের সামনে বসে আছে, সে আসলে জানে কী করতে হবে, একটি মোবাইলফোন দিয়ে সে কাউকে কল করতে বা বার্তা দিতে চায়। এই অভিনব গ্যাজেটগুলো এখন আছে যা তাদেরকে নতুন দৃষ্টিকোণ দেয়।”

টেন্ডুলকার আরও বলেন, “আমার মতে ৩৬৫ দিনই শিশু দিবস হওয়া উচিত।”

২০১৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন টেন্ডুলকার। ২০ নভেম্বর ভারতের থায়াগরাজ স্টেডিয়ামে ‘স্পেশাল চাইল্ড’ বা যেসব শিশুর বিশেষ যত্ন প্রয়োজন তাদের সঙ্গে একটি প্রদর্শনী ম্যাচ খেলেন তিনি।