পাওয়ারব্যাংক আনলো টেসলা

প্রথমবারের মতো পাওয়ারব্যাংক উন্মোচন করেছে টেসলা। চলতি পথে আইওএস এবং অ্যান্ড্রয়েড ডিভাইস চার্জ করা যাবে এতে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2017, 02:27 PM
Updated : 20 Nov 2017, 02:27 PM

পাওয়ারব্যাংকটিতে ইউএসবি, মাইক্রোইউএসবি এবং অ্যাপলের লাইটনিং কানেক্টর রেখেছে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি। ১৮৬৫০ সিঙ্গল সেল ব্যাটারি ব্যবহার করা হয়েছে পাওয়ারব্যাংকটিতে। ব্যাটারির ধারণক্ষমতা বলা হয়েছে ৩৩৫০ মিলিঅ্যাম্পিয়ার-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

টেসলার মডেল এস ও মডেল এক্স গাড়ির ব্যাটারিতেও একই সিঙ্গল সেল ব্যবহার করা হয়। কিন্তু গাড়ির ব্যাটারিতে এ ধরনের অসংখ্য সেল থাকে।

টেসলার সুপারচার্জারের আদলে নকশা করা হয়েছে পাওয়ারব্যাংকটি।

নতুন এ পাওয়ারব্যাংকটির মূল্য বলা হয়েছে ৪৫ মার্কিন ডলার। প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা গেছে ইতোমধ্যে সবগুলো পাওয়ারব্যাংক বিক্রি হয়ে গেছে।

সম্প্রতি ব্যাটারি প্রযুক্তির উন্নয়নে বেশ কিছু উদ্যোগ নিয়েছে টেসলা। এ ছাড়া সৌর শক্তি উৎপাদনেও নজর দিয়েছে প্রতিষ্ঠানটি।

চলতি বছরই ১৫ মিনিটের মধ্যে টেসলা গাড়ির ব্যাটারি সোয়াইপ করার পেটেন্ট করেছে টেসলা।