ফেইসবুকে ‘গায়েব’ পোস্ট মোছার অপশন!

কোনো স্ট্যাটাস বা পোস্ট আপডেট করার পর তা সরানো ব্যবহারকারীদের জন্য আগের চেয়ে ‘কঠিন করেছে’ বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক, এমনটাই বলা হয় ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 01:20 PM
Updated : 18 Nov 2017, 01:25 PM

প্রতিবেদনটিতে বলা হয়, “এই প্রতিবেদন লেখার সময়, আপনি ডেস্কটপ থেকে সাইটটি ব্যবহারের সময় আপনার দেওয়া পোস্ট মুছে দেওয়া অসম্ভব মনে হয়েছে।” পোস্টের ডান পাশের উপরে থাকা মেনু বাটনে ক্লিক করলে ‘সেইভ পোস্ট, এডিট পোস্ট আর টার্ন অফ নোটিফিকেশন’-এর মতো অপশনগুলো এলেও পোস্ট মুছে দেওয়ার কোনো অপশন ছিল না বলে জানায় দৈনিকটি।

এমন অভিজ্ঞতা আরও কিছু ব্যবহারকারীও পেয়েছেন বলেও জানানো হয়। যদিও পরে খোলাসা করে বলা হয়, এটি সাময়িক একটি ‘বাগ’-এর কারণে হয়েছিল।

এই খবর প্রকাশের সময় ফেইসবুকের মোবাইল ও ডেস্কটপ- দুই সংস্করণেই আগের মতো মুছে ফেলার অপশন দিতে দেখা গেছে।