ডিগবাজি দেবে রোবট

পেছন দিকে নিখুঁতভাবে ডিগবাজি দিতে পারবে বস্টন ডায়নামিকস-এর হিউম্যানয়েড রোবট অ্যাটলাস।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2017, 01:18 PM
Updated : 18 Nov 2017, 01:18 PM

ডিগবাজি দেওয়ার পর শরীরের ভারসাম্যও ঠিক রাখতে পারবে রোবটটি। ফলে এখন নানা রকমের শরীরচর্চার কসরত করতে পারবে অ্যাটলাস, বলা হয়েছে ইন্ডিপেন্ডেন্ট-এর প্রতিবেদনে।

এক ব্লক থেকে অন্য ব্লকে লাফ দেওয়া, ১৮০ ডিগ্রি ঘোরার পাশাপাশি পেছেনে ডিগবাজি দিয়ে পায়ের ওপর নিরাপদে দাঁড়াতে পারবে অ্যাটলাস।

ডিগবাজি দেওয়ার সময় মানুষের মতো কোনো কিছু উদযাপনের জন্য হাত ওপরে ওঠায় রোবটটি। এটি রোবটটিকে ভারসাম্য রাখতে সহায়তা করে বলে জানানো হয়।

অ্যাটলাসের এই ডিগবাজির একটি ভিডিও প্রকাশ করেছে বস্টন ডায়নামিকস। কিন্তু ভিডিওর শেষ ভাগে দেখা গেছে সব সময় এটি সফলভাবে ডিগবাজি দিতে পারে না।

বস্টন ডায়নামিক-এর পক্ষ থেকে বলা হয়, “অ্যাটলাস-এর নিয়ন্ত্রণ ব্যবস্থা বাহু, ধড় ও পায়ের নড়াচড়া একত্র করে যাতে পুরো শরীর দক্ষভাবে ব্যবহার করতে পারে, যা এর কার্যক্ষেত্র এবং দক্ষতা অনেক বাড়িয়েছে। ৩ডি প্রিন্টিংয়ের সুবিধা নিয়ে অ্যাটলাস হার্ডওয়্যারের ভর এবং মাপ কমানো হয়েছে।”

দাঁড়ানো অবস্থায় অ্যাটলাস-এর উচ্চতা দেড় মিটার। রোবটটির ওজন ৭৫ কেজি এবং শরীরে ২৮টি জোড়া রয়েছে।