উবারে বিনিয়োগ করবে সফটব্যাংক

উবারে বিনিয়োগের কথা ভাবছে জাপানের সফটব্যাংক। মঙ্গলবার প্রতিষ্ঠানটি পরিকল্পনার কথা জানালেও এখন পর্যন্ত চূড়ান্ত কোনো চুক্তি হয়নি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Nov 2017, 02:47 PM
Updated : 14 Nov 2017, 02:47 PM

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “যদি শেয়ার মূল্যের শর্ত এবং শেয়ারের সর্বনিম্ন সংখ্যা সফটব্যাংক গ্রুপ-এর জন্য সন্তোষজনক না হয় তাহলে সফটব্যাংক গ্রুপ এতে বিনিয়োগ না-ও করতে পারে।”

চলতি সপ্তাহে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠানটি জানায়, সফটব্যাংক ও ড্র্যাগনিয়ার ইনভেস্টমেন্ট গ্রুপ-এর সঙ্গে পরিকল্পিত চুক্তি সামনে এগোচ্ছে। বিষয়টির সঙ্গে জড়িত দুই ব্যক্তি জানান, চুক্তি অনুযায়ী এক হাজার কোটি মার্কিন ডলার পর্যন্ত বিনিয়োগ করা হতে পারে-- খবর রয়টার্স-এর।

যৌথভাবে উবারে ১০০ থেকে ১২৫ কোটি মার্কিন ডলার বিনিয়োগের পরিকলনাও রয়েছে সফটব্যাংক ও ড্রাগনিয়ার-এর। এর বিনিময়ে বর্তমানে থাকা উবার শেয়ারগুলোর ১৭ শতাংশ পর্যন্ত কিনবে প্রতিষ্ঠান দু’টি।

এর আগে চীনা রাইড শেয়ারিং সেবা দিদি এবং ভারতের ওলা’য় বিনিয়োগ করেছে জাপানের এই প্রযুক্তি ও টেলিকম প্রতিষ্ঠানটি।