আইফোন X-এর দাম কতো!

সম্প্রতি বাজারে এসেছে অ্যাপলের সবচেয়ে দামী স্মার্টফোন ‘আইফোন X’।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Nov 2017, 03:18 PM
Updated : 11 Nov 2017, 03:19 PM

নতুন এই ডিভাইসটির মূল্য রাখা হয়েছে ৯৯৯ ব্রিটিশ পাউন্ড। আর ২৫৬জিবি মডেলের মূল্য ১১৪৯ পাউন্ড।

বাজারে এ যাবৎ ভালো সাফল্যও পেয়েছে ডিভাইসটি। এমনকি ডিভাইসটি সরবরাহে অ্যাপল বিলম্বের মুখে পড়তে পারে বলেও শঙ্কা রয়েছে।

গ্রাহকের মনে কৌতুহল জাগতে পারে বিলাসবহুল এই আইফোনটির উৎপাদন খরচ কতো?

এমন কৌতুহলের জবাব দিয়েছে বাজার বিশ্লেষণা প্রতিষ্ঠান আইএইচএস মার্কিট। প্রতিষ্ঠানটির দেওয়া তথ্যানুসারে প্রতিটি আইফোন X তৈরিতে খরচ হয় ২৮২.৬১ ব্রিটিশ পাউন্ড, বলা হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড মিরর-এর প্রতিবেদনে।

উৎপাদনের এই খরচের কথা বলা হলেও গবেষণা, নকশা, পরিকল্পনা এবং প্রচারণায় অ্যাপলের অগণিত বিনিয়োগের হিসাব এতে যোগ করেনি আইএইচএস মার্কিট।

প্রতিষ্ঠানের ডিভাইস ও নেটওয়ার্কস বিভাগের প্রধান বিশ্লেষক ওয়েইন ল্যাম বলেন, “সাধারণত অ্যাপল গ্রাহককে ছোট পর্দা ও বড় পর্দা এবং বেশি স্টোরেজ বিবেচনা করে আইফোন বাছাইয়ের সুযোগ দিতে একটি মূল্য কৌশল অনুসরণ করে।”

“যদিও আইফোন X-এর মূল্য ইঙ্গিত দেয় যে, তাদের ফ্ল্যাগশিপ ডিভাইস আরও বেশি প্রিমিয়াম শ্রেণির স্মার্টফোন।”

আইফোন X-এর মূল্য খুব বেশি বলা হলেও এতে গ্রাহক আগ্রহের কমতি দেখা যায়নি। ডিভাইসটি বাজারে আসার দিন বিশ্ব জুড়ে অ্যাপল স্টোরগুলোর সামনে শত শত গ্রাহকের সারি দেখা গেছে।