‘ভেরিফাইড প্রোফাইল’ ব্যবস্থা বন্ধ করছে টুইটার

সাময়িকভাবে ‘ভেরিফাইড প্রোফাইল’ ব্যবস্থা বাতিল করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2017, 03:39 PM
Updated : 10 Nov 2017, 03:39 PM

যে ধরনের অ্যাকাউন্ট যাচাই করা হচ্ছে তা নিয়ে অভিযোগের ফলে এই সুবিধা বাতিল করেছে প্রতিষ্ঠানটি। এর ব্যাখায় টুইটার জানায় তাদের ব্যবস্থা ‘বিচ্ছিন্ন’ হয়েছে-- খবর বিবিসি’র।

সাধারণত সঙ্গীত শিল্পী, সাংবাদিক এবং প্রতিষ্ঠান নির্বাহীদের মতো বিশিষ্ট ব্যক্তিদের প্রোফাইল ভেরিফাই করে থাকে টুইটার। এসব প্রফাইলের পরিচয় নিশ্চিত করার পর এতে একটি নীল আইকন যোগ করা হয়।

বর্তমানে অতি প্রতিক্রিয়াশীল এবং শ্বেতাঙ্গ আধিপতির অ্যাকাউন্টও ভেরিফাই করা হচ্ছে বলে বিবিসি’র প্রতিবেদনে বলা হয়।

টুইটার প্রধান জ্যাক ডরসি বলেন, এখন এই পদ্ধতি ‘পুনর্বিবেচনা’ করা হবে।

প্রতিষ্ঠানের এক বিবৃতিতে বলা হয়, “যাচাই করার মানে হলো পরিচয় ও ধ্বনির সতত্যা যাচাই করা। কিন্তু এটি অনুমোদন বা গুরুত্বর ইঙ্গিত বলে ধরে নেওয়া হচ্ছিল।”

“আমরা বুঝতে পেরেছি এখানে বিশৃঙ্খলা তৈরি করেছি এবং এটি সমাধান করা দরকার।”

এটির সংস্কার চলাকালে কোনো সাধারণ অ্যাকাউন্ট ভেরিফাই করা হবে না বলেও জানিয়েছে টুইটার।

সামাজিক যোগাযোগ মাধ্যমটির অপব্যবহার ও হয়রানি ঠেকাতেও বেশ কিছু পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি।

আগের সপ্তাহেই প্রতিষ্ঠানের নীতিমালার পরিবর্তিত সংস্করণ প্রকাশ করে টুইটার। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয় গ্রাহকের জন্য এটি বুঝতে পারা সহজ হবে।