স্মার্টফোনেরমতো বিভিন্ন পণ্যের জন্য চিপ নির্মাণ করে থাকে ব্রডকম।কোয়ালকম-এরপ্রতি শেয়ারের জন্য ৭০ ডলার প্রস্তাব করেছে তারা।
এখনওএই প্রস্তাব নিয়ে কোয়ালকম কোনো মন্তব্য করেনি বলে উল্লেখ করা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।
একদিকেএখন নেটওয়ার্কিং প্রতিষ্ঠান ব্রোকেইড-কেকিনতে সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে ব্রডকম।আরঅন্যদিকে,কোয়ালকমসেমিকন্ডাকটর নির্মাতা প্রতিষ্ঠান এনএক্সপি সেমিকন্ডাকটরস-কেকিনতে আলোচনা চালাচ্ছে।
বর্তমানেপেটেন্ট নিয়ে অর্থ আদায়ের মামলায় নিজেদের সবচেয়ে বড় গ্রাহক প্রতিষ্ঠান অ্যাপলের সঙ্গেআইনি লড়াই চালাচ্ছে কোয়ালকম।
ব্রডকম-এরপক্ষ থেকে বলা হয়,তাদের১০৩০০ কোটি ডলারের এই প্রস্তাবের মধ্যে এনএক্সপি-কেকিনতে কোয়ালকম-এরকরা ৩৮০০ কোটি ডলারের প্রস্তাবের থাকা বা না থাকায় কোনো নির্ভরতা নেই।
কোয়ালকম-কেব্রডকম কিনে নিলে তা বাজারের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ইনটেল আর স্যামসাং-কেচাপের মুখে ফেলবে। আর নতুন এই জোট জায়গা করে নেবে এই বাজারেরতৃতীয় শীর্ষ প্রতিষ্ঠানের স্থানে।
ব্রডকম-এরপ্রেসিডেন্ট আর প্রধান নির্বাহী হক ট্যান বলেন, “আমরাযদি আমাদের একই বৈশ্বিক গ্রাহকদের প্রস্তাবিত এই জোটে আকৃষ্ট করার বিষয়ে আত্মবিশ্বাসীনা হতাম তাহলে আমরা এই প্রস্তাব করতাম না।”
আরও খবর-