নকলের ফাঁদে হোয়াটসঅ্যাপ গ্রাহক

হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের নকল সংস্করণ দেখা গেছে গুগল প্লে স্টোরে। স্টোর থেকে সরানোর আগে ১০ লাখের বেশিবার ডাউনলোড হয়েছে অ্যাপটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 11:54 AM
Updated : 7 Nov 2017, 11:54 AM

আসল হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারের ডেভেলপার প্রতিষ্ঠানই নকল অ্যাপটি তৈরি করেছে বলে উপস্থাপন করা হয়। কিন্তু আসলে তা ছিল গ্রাহকের জন্য ফাঁদ। নকল এই অ্যাপটির নাম বলা হয়েছে ‘আপডেট হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার’-- খবর বিবিসি’র।

অনলাইন ফোরাম রেডিট-এ গ্রাহকরা বলেন, নকল অ্যাপটিতে বিজ্ঞাপন রয়েছে আর তা গ্রাহকের ডিভাইসে সফটওয়্যার ডাউনলোড করে থাকে।

পরবর্তীতে অ্যাপটি প্লে স্টোর থেকে সরিয়ে ফেলেছে গুগল।

যে ডেভেলপারই তৈরি করুক না কেন তারা এটি দেখাতে সফল হয়েছে যে হোয়াটসঅ্যাপ ইনকর্পোরেটেড-ই অ্যাপটি তৈরি করেছে।

একই নাম ব্যবহার করায় এটি সম্ভব হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। এখানে নামের মধ্যকার ‘স্পেইস’-এর পরিবর্তে বিশেষ চিহ্ন ব্যবহার করা হয়েছে যা দেখতে স্পেইস-এর মতোই। এই সূক্ষ্ম ভিন্নতা শণাক্ত করা সাধারণ গ্রাহকের জন্য কষ্টকর।

যেসব গ্রাহক আসল হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্বয়ংক্রিয় আপডেট পেয়েছেন তারা এতে আক্রান্ত হননি বলে জানানো হয়েছে।

এর আগেও প্লে স্টোর থেকে নকল অ্যাপ সরিয়েছে গুগল। ২০১৫ সালেও একটি অ্যাপ ব্লক করে গুগল। অ্যাপটি ফোনের ব্যাটারি পর্যবেক্ষণ করে বলে জানানো হলেও এটি আসলে গ্রাহকের ডিভাইস থেকে ‘প্রিমিয়াম-রেট’ বার্তা পাঠিয়ে আসছিল।