মাইক্রোসফটের সঙ্গে জোট বাঁধলো ওলা

‘কানেক্টেড কার’ প্রযুক্তির উন্নয়নে মাইক্রোসফটের সঙ্গে জোট বেঁধেছে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা ভারতীয় প্রতিষ্ঠান ওলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Nov 2017, 11:52 AM
Updated : 7 Nov 2017, 11:52 AM

দুই প্রতিষ্ঠান মিলে নতুন একটি ‘কানেক্টেড কার’ প্লাটফর্ম তৈরির পরিকল্পনা রয়েছে। এছাড়া গাড়ির বিনোদন ব্যবস্থা উন্নত করতে মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির অ্যাজিউর ক্লাউড কম্পিউটিং প্লাটফর্ম নিয়ে কাজ করা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।

মঙ্গলবার এই জোটের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দু’টি।

‘কানেক্টেড কার’ প্রযুক্তি হলো এমন একটি প্লাটফর্ম যেখানো গাড়িগুলো একটি অপরটির সঙ্গে যুক্ত থাকে। এর মাধ্যমে গাড়িগুলো নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করে থাকে।

ভারতে ওলা’র ব্যাঙ্গালুরু প্রধান কার্যালয়ের এক বিবৃতিতে বলা হয়, যানবাহনের নিরীক্ষা, রক্ষণাবেক্ষণের পূর্বাভাস এবং দিক নির্দেশনায় সহায়তা করবে এই প্লাটফর্ম।

এতে আরও বলা হয়, “বিশ্বজুড়ে নির্মাতা প্রতিষ্ঠানগুলোর গাড়িতে এই প্লাটফর্ম যোগ করতে একসঙ্গে কাজ করবে প্রতিষ্ঠান দু’টি।”

মাইক্রোসফট প্রধান সাত্যিয়া নাদেলা ভারতে থাকাকালীন এই ঘোষণা দেওয়া হয় বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।