টুইটার থেকে মুছে গেছে ‘বাইসেক্সুয়াল’

চলতি সপ্তাহের আগের সপ্তাহে নিপীড়ন ঠেকাতে নতুন নীতিমালা এনেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার। কিন্তু এর ফলে প্লাটফর্মটিতে ‘বাইসেক্সুয়াল’-এর মতো এলজিবিটিকিউ শব্দগুলো সেন্সরিংয়ের আওতায় পড়ায় এ নিয়ে শুরু হয়েছে নতুন আলোচনা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2017, 11:48 AM
Updated : 6 Nov 2017, 11:48 AM

টুইটারের আনা নতুন পরিবর্তনের সবচেয়ে বড় অংশ হচ্ছে নিপীড়নমূলক আচরণ, নিজের ক্ষতি করা, স্প্যাম বা এ জাতীয় আচরণ, সহিংস ছবি বা ভিডিও আর প্রাপ্তবয়স্ক কনটেন্ট নিষিদ্ধ করা।

এ নিয়ে ক্ষুদ্ধ টুইটার ব্যবহারকারীরা এই পদক্ষেপের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

এক ব্যবহারকারী তার টুইটে বলেন, “আপনি যদি #বাইসেক্সুয়াল লিখে সার্চ করেন আর ছবি বা সংবাদগুলোয় ক্লিক করেন তবে কোনো ফলাফল পাবেন না। এটি ‘বাই-ইরেজার’। টুইটার এটিই করেছে। আমরা আছি।”

সর্বশেষ এই বিতর্কের প্রতিক্রিয়ার জবাবে টুইটারের পক্ষ থেকে বলা হয়, “আমরা নির্দিষ্ট কিছু শব্দের ক্ষেত্রে সার্চ রেজাল্টে একটি ত্রুটি শনাক্ত করে পেরেছি। আমরা এর জন্য ক্ষমাপ্রার্থী। আমরা এটি দ্রুত সমাধানে কাজ করছি।”