কোয়ালকম-কে কিনতে শত কোটি ডলারের প্রস্তাবে ব্রডকম

অনেকটা অপ্রত্যাশিতভাবেই চিপ নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান কোয়ালকম-কে শতকোটি ডলারেরও বেশি মূল্য দেওয়ার প্রস্তাব দিয়েছে সেমিকন্ডাকটর নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান ব্রডকম, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2017, 12:39 PM
Updated : 4 Nov 2017, 12:39 PM

ব্রডকম উপদেষ্টাদের সঙ্গে এই সম্ভাব্য চুক্তি নিয়ে আলাপ করছে। যদি এই চুক্তি সম্পন্ন হয় তবে এটিই হবে কোনো চিপ নির্মাতা প্রতিষ্ঠান কেনার ক্ষেত্রে সবচেয়ে বড় চুক্তি।

এ বিষয়ে সর্বপ্রথম খবর প্রকাশ করে ব্লুমবার্গ নিউজ। এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, শেয়ারপ্রতি প্রায় ৭০ ডলার মূল্যে এই অপ্রত্যাশিত ক্রয়চুক্তি হতে পারে। এর ফলে কোয়ালকমের বাজারমূল্য হবে ১০৩২০ কোটি ডলার। পরবর্তীতে এই অংকটা নিশ্চিত করেছে সিএনবিসি। 

এই খবর প্রকাশের পর ব্রডকমের শেয়ার মূল্য ৫.৫ শতাংশ বেড়ে যায়। আর কোয়ালকমের শেয়ারমূল্য বাড়ে ১২.৭ শতাংশ।

এ নিয়ে অনুরোধ করা হলেও ব্রডকমের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। কোয়ালকমের এক মুখপাত্র কোনো মন্তব্য করেননি বলে সিএনবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।