টুইটারের নতুন নীতিমালা প্রকাশ

নীতিমালার নতুন সংস্করণ প্রকাশ করেছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2017, 12:36 PM
Updated : 4 Nov 2017, 12:36 PM

প্লাটফর্মটিতে হয়রানি আর নিপীড়নবিষয়ক অভিযোগ শনাক্তকরণ, সামাজিক মাধ্যমটির চেষ্টার অংশ হিসেবে আনা পরিবর্তনগুলোর মধ্যে একটি, বলা হয়েছে বিবিসি’র প্রতিবেদনে।

“সহিংস দল, ঘৃণামূলক ছবি আর নিপীড়নমূলক ইউজারনেইম” সংশ্লিষ্ট নতুন এই নীতিমালা চলতি বছর ২২ নভেম্বরের আগে আসবে না। শুক্রবার টুইটারের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠানটি কারও অ্যাকাউন্ট বাতিল হলে তাদেরকে ইমেইল করবে। কেন তাদের অ্যাকাউন্ট বাতিল করা হয়েছে আর কীভাবে তারা টুইটারের নীতিমালা লঙ্ঘন করেছে এ নিয়ে ব্যাখ্যা দেওয়া হবে।

এছাড়াও, কোনো টুইট নিপীড়নমূলক কিনা তা যাচাইয়ের আগে এর প্রসঙ্গ ও এর ‘সংবাদ হওয়ার যোগ্যতা’ বিবেচনা করা হবে। যারা নিজেদের ক্ষতি করার কথা ভাবছে তাদেরকে স্বাস্থ্যসেবা পেশাদারদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পদক্ষেপ নেওয়া হবে।