আফগানিস্তানে বন্ধ হচ্ছে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 04 Nov 2017 04:53 PM BdST Updated: 04 Nov 2017 08:10 PM BdST
-
ছবি- রয়টার্স
আফগানিস্তানে বন্ধ হতে যাচ্ছে মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম। বন্ধের কথা বলা হলেও কী কারণে এই উদ্যোগ নেওয়া হচ্ছে তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট করে বলা হয়নি।
দেশটিতে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম সেবা ব্লক করতে ইতোমধ্যেই ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দিয়েছে আফগান টেলিযোগাযোগ নীতি নির্ধারক সংস্থা (এটিআরএ), বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।
সাম্প্রতিক বছরগুলোতে আফগানিস্তানে ব্যাপক হারে বেড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইনস্ট্যান্ট মেসেজিং সেবার ব্যবহার। এআরটিএ’র নির্দেশের পর অ্যাপগুলোর গ্রাহক ও নাগরিক অধিকার দলগুলো এতে প্রতিক্রিয়া জানিয়েছেন। আর সেবা বন্ধ করতে এআরটিএ যে চিঠি পাঠিয়েছে তা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রচুর পরিমাণে শেয়ার করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তির বরাত দিয়ে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়, তালেবান এবং অন্যান্য বিদ্রোহী দলগুলোর সংকেতায়িত মেসেজিং সেবার ব্যবহার বন্ধ করতেই এই উদ্যোগ নিয়েছে ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটি। গণমাধ্যমের এই খবর তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।
দেশটির টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত মন্ত্রী শাহজাদ আরিওবি ফেইসবুক পোস্টে বলেন, অভিযোগ পাওয়ার পরই টেলিযোগাযোগ নীতি নির্ধারক সংস্থা এই সেবা বন্ধের নির্দেশ দিয়েছে।
শাহজাদ আরও বলেন, “বাক স্বাধীনতা দিতে সরকার অঙ্গীকারবদ্ধ এবং তারা জানে যে এটি নাগরিকের মৌলিক অধিকার।”
নভেম্বরের ১ তারিখ হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম সেবা বন্ধের চিঠি পাঠানো হয়। চিঠিতে সেবাগুলো ২০ দিনের জন্য ‘অবিলম্বে’ বন্ধ করতে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোকে নির্দেশ দেওয়া হয়।
বন্ধের নির্দেশ আসলেও সপ্তাহ জুড়ে সাধারণভাবেই চলেছে হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম। শনিবারও তাদের সেবা স্বাভাবিক ছিল।
শুক্রবার হোয়াটসঅ্যাপে কিছুটা গোলযোগ দেখা দেয়। কিন্তু এটি স্পষ্ট নয় যে সেবা বন্ধের কারণে এমনটা হয়েছে নাকি এদিন অনেক দেশে হোয়াটসঅ্যাপ সেবায় যে ত্রুটি দেখা গেছে সে কারণে গোলযোগ হয়েছে।
-
৫জি: ডাউনলোড গতিতে নতুন রেকর্ড স্যামসাংয়ের
-
বৈদ্যুতিক বাইসাইকেল আনলো পোর্শে
-
কোডিংয়ের দিনগুলো মনে পড়ে জাকারবার্গের
-
সহিংসতার ঝুঁকি কমলেই ট্রাম্পের নিষেধাজ্ঞা তুলবে ইউটিউব
-
হোয়াইট হাউসের ‘নীবিড় পর্যবেক্ষণে’ মাইক্রোসফট নিরাপত্তা প্যাচ
-
ডেস্কটপ সংস্করণে ভয়েস ও ভিডিও কলিং আনলো হোয়াটসঅ্যাপ
-
পেটেন্ট অমান্য করায় মোটা অঙ্কের জরিমানায় ইনটেল
-
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিজ্ঞাপনে নিষেধাজ্ঞা তুলছে ফেইসবুক
সর্বাধিক পঠিত
- স্টোকসের ‘গালি’ শুনে কোহলিকে বললেন সিরাজ
- নিউ ইয়র্ক ফেড থেকে মিয়ানমারের জান্তার টাকা সরানোর চেষ্টা আটকেছে যুক্তরাষ্ট্র
- ফাইনালে বার্সার প্রতিপক্ষ বিলবাও
- ভিসি কলিমউল্লাহ দুষলেন শিক্ষামন্ত্রীকে; ‘রুচিহীন’ বলল শিক্ষা মন্ত্রণালয়
- ৬ ওয়ানডে খেলেই অধিনায়ক বাভুমা, টেস্টের নেতৃত্বে এলগার
- লিভারপুলকে হারিয়ে চারে চেলসি
- আরেকটি শূন্য, ধোনি-সৌরভের পাশে কোহলি
- ভারতে ‘প্রেম করায়’ বাবার হাতে মেয়ের শিরশ্ছেদ
- টিভি সূচি (শুক্রবার, ০৫ মার্চ ২০২১)
- কোভিড পজিটিভ আইরিশ ক্রিকেটার, চট্টগ্রামে পরিত্যক্ত ম্যাচ