চুরি গেল আইফোন X

বিক্রি শুরুর আগেই স্যান ফ্রানসিসকোতে ট্রাক থেকে চুরি গেছে অ্যাপলের নতুন আইফোন X।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Nov 2017, 03:24 PM
Updated : 3 Nov 2017, 03:24 PM

এই ঘটনায় ৩০০টিরও আইফোন X চুরি গেছে বলে অভিযোগ করেছে বেশ কিছু স্টোর, বলা হয়েছে সিএনবিসি’র প্রতিবেদনে।

স্টোনসটাউন গ্যালেরিয়া শপিং মলে আইফোন সরবরাহকালে কয়েকজন চোর ট্রাক থেকে আইফোনগুলো হাতিয়ে নেয়। চোরদের এখনও ধরা যায়নি বলে জানানো হয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রে নতুন আইফোন X-এর মূল্য ৯৯৯ এবং ১১৫০ মার্কিন ডলার। এই হিসাবে চুরি যাওয়া আইফোনগুলোর মোট দাম অন্তত তিন লাখ মার্কিন ডলার।

প্রতিবেদনে বলা হয়, হুডি পড়া তিন সন্দেহভাজন ব্যক্তির খোঁজ করছে পুলিশ। বুধবার প্রশান্ত মহাসাগরীয় সময় সকাল ১১ টা থেকে ১১.১৫ মিনিটে এ চুরির ঘটনা ঘটে। তারা সাদা রঙের একটি ডজ ভ্যানে করে এসেছিল বলে জানানো হয়।

প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট জানায়, চুরি যাওয়া আইফোনগুলোর মোট মূল্য ছিল ৩৭০০০০ মার্কিন ডলার।

শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং যুক্তরাজ্যসহ ৫০টির বেশি বাজারে  আইফোন X-এর বিক্রি শুরু হয়েছে। নতুন আইফোন হাতে পেতে বিশ্ব জুড়ে হাজারো মানুষ অ্যাপল স্টোরে ভিড় করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।