২০২০ সাল থেকে চীনে গাড়ি বানাবে টেসলা

তিন বছরের মধ্যে চীনে গাড়ি উৎপাদন শুরু করবে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা মার্কিন প্রতিষ্ঠান টেসলা, বুধবার প্রতিষ্ঠানের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশকালে এ তথ্য জানান টেসলা প্রধান ইলন মাস্ক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2017, 11:37 AM
Updated : 2 Nov 2017, 11:37 AM

সম্প্রতি ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল-এর প্রতিবেদনে বলা হয়, টেসলা চীন সরকারের সঙ্গে নিজস্ব কারখানা স্থাপন নিয়ে একটি চুক্তি করেছে। বুধবার মাস্ক বলেন, টেসলা এমন একটি কারখানা বানানোর লক্ষ্য নিয়েছে যা প্রতি বছর ‘লাখ লাখ’ গাড়ি বানাতে পারবে। ২০২০ সালে এই কারখানা চালু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি, বলা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে। 

মাস্ক বলেন, এই কারখানায় বানানো গাড়িগুলো চীন ও সম্ভবত এই এলাকার অন্যান্য দেশে বিক্রি করা হবে। চীনে টেসলা মডেল ৩ আর মডেল ওয়াই গাড়ি বানানোর দিকে নজর দেবে।

মাস্ক বলেন, “চীনে গাড়িগুলো সহজলভ্য করতে এটি আসলেই একমাত্র উপায়।”