উবার ও লিফট থেকে নিষিদ্ধ রাজনৈতিক কর্মী

ইসলাম বিরোধী টুইট করায় লরা লুমার নামের এক মার্কিন রাজনৈতিক কর্মীকে অ্যাপ থেকে নিষিদ্ধ করেছে অ্যাপভিত্তিক গাড়ি সেবাদাতা প্রতিষ্ঠান উবার ও লিফট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Nov 2017, 11:05 AM
Updated : 2 Nov 2017, 11:05 AM

বুধবার ওই নারীকে নিষিদ্ধ করে উবার। রাজনৈতিক কর্মীর পাশাপাশি ‘প্রজেক্ট ভেরিটাস’-এর এক গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন লুমার।

বুধবার সকালে লুমার মন্তব্য করেন, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট-এর এক সংবাদ সম্মেলনে যাওয়ার জন্য তার দেরী হয়েছে এবং তিনি এমন কোনো উবার পাচ্ছিলেন না যার চালককে দেখতে মুসলিম মনে হয় না।

এরপর উবার ও লিফটকে লক্ষ্য করে তাদেরকে “ইসলাম বিরোধী কাঠামো তৈরির প্রস্তাব করেন লুমার। কারণ তিনি আর কখনও ইসলামিক অভিবাসী চালককে সমর্থন করতে চান না।”

তার এমন টুইটের পরই অ্যাপ থেকে লুমারকে নিষিদ্ধ করে উবার। তবে, এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেয়নি প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ব্যবসায় বাণিজ্যবিষয়ক মার্কিন প্রকাশনা বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

বুধবার সন্ধ্যায় লুমারের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করে লিফট।

এদিন সকালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ম্যানহাটনে সাইফুল্লো সাইপভ নামের এক চালক পথচারী ও বাইক চলার পথে ট্রাক নিয়ে হামলা চালিয়েছেন। এ ঘটনায় আটজন নিহত ও ১১ জন আহত হন। ২০১০ সালে উজবেকিস্তান থেকে অবৈধভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশ করেন তিনি।

এ ঘটনার পরই ইসলাম বিরোধী টুইট করেন লুমার।