মুম্বাইয়ে চালু হলো গুগলের ক্লাউড প্ল্যাটফর্ম

ভারতের মুম্বাইয়ে চালু হয়েছে গুগলের নতুন ক্লাউড প্ল্যাটফর্ম। দেশটিতে তাদের এটিই প্রথম ক্লাউড প্ল্যাটফর্ম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 03:24 PM
Updated : 1 Nov 2017, 03:24 PM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, নতুন প্ল্যাটফর্মের কারণে গুগলের ক্লাউড সেবায় কম বাধায় দ্রুত গতি এবং কার্যকরিতা বাড়বে। এর পাশাপাশি এখন সরাসরি ভারতীয় মুদ্রায় ক্লাউড সেবা কিনতে পারবেন গ্রাহক।

গুগল ক্লাউড প্ল্যাটফর্ম-এর পণ্য ব্যবস্থাপক ডেভ স্টিভার বলেন,“আমরা ভারতে প্রথম জিসিপি (গুগল ক্লাউড প্ল্যাটফর্ম) ঘোষণা করতে পেরে আনন্দিত। নতুন এই প্ল্যাটফর্মটি গ্রাহককে অ্যাপ্লিকেশন তৈরি ও তার ডেটা মজুদ করতে সহায়তা করবে। আর এই এলাকার গ্রাহকরা কম বাধায় সেবা ব্যবহার করতে পারবেন।”

ভারতে গুগলের নতুন প্ল্যাটফর্মটি কম্পিউট, বিগ ডেটা, স্টোরেজ ও নেটওয়ার্কিংসহ বেশ কিছু সেবা দেবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

এশিয়ান দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর, তাইওয়ান, সিডনি ও টোকিওতে ক্লাউড প্ল্যাটফর্ম রয়েছে গুগলের। এবার এতে যোগ হলো ভারত।

স্টিভার বলেন, “নতুন এই প্ল্যাটফর্মের মাধ্যমে চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালুরু এবং অবশ্যই মুম্বাইয়ে হোস্টিং অ্যাপ্লিকেশনে নিকটস্থ সিঙ্গাপুর প্ল্যাটফর্ম ব্যবহারের তুলনায় ২০ থেকে ৯০ শতাংশ বাধা কমাবে।”

গুগল ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহার করে ডেভেলপাররা গুগলের বিশ্বাসযোগ্য কাঠামোতে অ্যাপ্লিকেশন তৈরি, পরীক্ষা ও উন্মুক্ত করতে পারেন।