স্যামসাংয়ের প্রিন্টার ব্যবসা কিনলো এইচপি

১০৫ কোটি মার্কিন ডলারে স্যামসাংয়ের প্রিন্টার ব্যবসা কিনেছে এইচপি। চুক্তি বাস্তবায়িত হয়েছে বলে বুধবার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2017, 11:49 AM
Updated : 1 Nov 2017, 11:49 AM

এইচপি জানায়, এই অধিগ্রহণের মাধ্যমে তাদের পোর্টফোলিও আরও বাড়বে এবং মাল্টি-ফাংশান প্রিন্টার যা ব্যবহার করা সহজ কিন্তু কপিয়ারের মতোই উচ্চ ক্ষমতাসম্পন্ন তা দিয়ে ৫৫০০ কোটি মার্কিন ডলারের ‘এ৩’ কপিয়ার বাজারের ভাবমূর্তি বদলাতে সহায়তা করবে-- খবর সিএনবিসি’র।

প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডিওন ওয়েইসলার বলেন, “আমরা যখন প্রিন্টিংয়ে বিপ্লব আনছি, তখন শিল্পের সবচেয়ে ভালো ও উজ্জ্বল মেধাবীদের একসঙ্গে আনতে পেরে আমরা উচ্ছ্বসিত। আমাদের কৌশলের গতি বাড়াতে একসঙ্গে আমরা ৩০ বছরের বেশি সময়ের নেতৃত্ব তৈরি করবো। বাজারের নতুন সম্ভাবনাগুলোকে থামাবো এবং আমাদের গ্রাহক ও অংশীদারদেরকে অনন্য ও উচ্চমানের উদ্ভাবনী প্রিন্ট সলিউশন দেব।”

আগের বছর সেপ্টম্বরে প্রথম এই অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়।

চুক্তির আওতায় ৬৫০০ এর বেশি প্রিন্টিং পেটেন্ট এবং ১৩০০ এর মতো গবেষক ও প্রকৌশলীর মেধাসত্ত্ব সম্পত্তির পোর্টফলিও পাবে এইচপি।

চুক্তির অংশ হিসেবে খোলা বাজারে শেয়ার কেনার মাধ্যমে এইচপি-তে ১০ থেকে ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে স্যামসাং।

অন্যদিকে ৩-ডি প্রিন্টিংয়ের দিকেও নজর দিয়েছে পিসি ও প্রিন্টার নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটি।