নতুন সারফেইস প্রো আনলো মাইক্রোসফট

নতুন সারফেইস প্রো উন্মোচন করেছে মাইক্রোসফট। প্রতিষ্ঠানের কর্মীদের কার্যক্ষমতা বাড়াতে এলটিই অ্যাডভান্সড সংযোগসহ নতুন ডিভাইসটি উন্মোচন করেছে তারা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2017, 01:59 PM
Updated : 31 Oct 2017, 01:59 PM

ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস জানায়, চলতি বছরের ডিসেম্বরে ব্যবসায়িক গ্রাহকদের কাছে সরবরাহ করা হবে নতুন সারফেইস প্রো।

মাইক্রোসফট-এর পক্ষ থেকে এক ব্লগ পোস্টে বলা হয়, “আরও বুদ্ধিদীপ্ত কম্পিউটিংয়ের দিকে মূল প্রযুক্তিগুলো স্থানান্তরের প্রান্তে রয়েছি আমরা। এর মূলে রয়েছে ডেটা বৃদ্ধি, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং।”

“আমরা সারফেইস প্রো লাইনে আরও বেশি মোবিলিটি আনছি, ২০১৭ সালের ডিসেম্বরে এলটিই অ্যাডভান্সড সংযোগসহ সারফেইস প্রো ব্যবসায়িক গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে।”

প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, নতুন সারফেইস প্রো ডিভাইসে ইনটেল কোর আই ৫ প্রসেসর ও কোয়ালকম স্ন্যাপড্রাগন এক্স১৬ মডেম ব্যবহার করা হয়েছে।

এর পাশাপাশি ২০টি ব্যান্ডের এলটিই চিপসেট ব্যবহার করা হয়েছে ডিভাইসটিতে। ফলে বিশ্বের যেকোনো দেশে এটি ব্যবহার করা যাবে বলে জানানো হয়েছে।

দুইটি মডেলে পাওয়া যাবে নতুন সারফেইস প্রো। ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি এসএসডি মডেলের মূল্য রাখা হয়েছে ১১৪৯ মার্কিন ডলার। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি এসএসডি মডেলের দাম বলা হয়েছে ১৪৪৯ ডলার।