রসটেলিকম-এর সঙ্গে অংশীদারিত্বে হুয়াওয়ে

রাশিয়ান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রসটেলিকম-এর সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে হুয়াওয়ে। মস্কোতে উচ্চমানের ওয়াইফাই নেটওয়ার্ক চালুর লক্ষ্যেই সোমবার এ চুক্তির ঘোষণা দেওয়া হয়।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 03:49 PM
Updated : 30 Oct 2017, 03:49 PM

হুয়াওয়ে সুইচ অ্যান্ড এন্টারপ্রাইজ গেইটওয়ে প্রোডাক্ট লাইন-এর ভাইস প্রেসিডেন্ট ওয়াং শিহং বলেন, “শহরের হটস্পটগুলোতে ওল্যান কাভারেজ বাড়াতে ডিজিটাল রূপান্তর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

এই চুক্তির মাধ্যমে রসটেলিকম-এর কেন্দ্রীয় শাখার স্বতন্ত্র সরবরাহকারী হবে স্মার্টফোন নির্মাতা চীনা প্রতিষ্ঠানটি, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এইএএনএস-এর প্রতিবেদনে।

রাশিয়ার সবচেয়ে বড় স্থায়ী নেটওয়ার্ক অপারেটর বলা হয় রসটেলিকম-কে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, ভালো নেটওয়ার্ক সেবা ও বিটুবি সেবা বৃদ্ধিতে তারা অঙ্গীকারবদ্ধ।

বিবৃতিতে আরও বলা হয়, “শেষ পর্যন্ত ২০১৮ সালের মধ্যে কেন্দ্রীয় শাখায় ওয়াইফাই নেটওয়ার্ক তৈরির কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে রসটেলিকম-এর।”