ফেইসবুক, টুইটার ও গুগলকে সতর্কবার্তা

ফেইসবুক আর টুইটারের মতো মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো যদি সরকারের কড়াকড়ি এড়াতে চায়, তবে উগ্রপন্থা আর রাজনৈতিক ভুল তথ্য প্রকাশ ঠেকাতে তাদের আরও 'আগ্রাসী' হওয়া উচিৎ- সোমবার এক প্রতিবেদনে এ কথা বলেছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডাব্লিউইএফ)।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 03:45 PM
Updated : 30 Oct 2017, 03:45 PM

উগ্রপন্থী সংগঠন ইসলামিক স্টেট-এর সহিংস কনটেন্ট আর এই সেবাগুলো ব্যবহার করে রুশ প্রজ্ঞাপন ছড়ানো ঠেকাতে সিলিকন ভ্যালির প্রতি সম্প্রতি আহ্বান জানানো হচ্ছে। এবার এই আহ্বানে সুইস অলাভজনক সংস্থাটির করা এই গবেষণা নতুন সুর যোগ করলো- বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ নিয়ে সোম ও মঙ্গলবার কংগ্রেসনাল কমিটির যাচাইয়ের মুখোমুখি হবে ফেইসবুক, টুইটার ও অ্যালফাবেট অধীনস্থ গুগল। এই প্রক্রিয়ায় এই তিন ইন্টারনেট জায়ান্ট মার্কিন আইনপ্রণেতাদের কড়া নজরদারির মধ্য দিয়ে যাবে। 

ডাব্লিউইএফ-এর মানবাধিকার কাউন্সিলের এই প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নিজেরাই “আরও সক্রিয়ভাবে নিজেদের পরিচালনা না করলে” তাদের উপর সরকারের নীতিমালা আরোপের মাধ্যমে বাকস্বাধীনতা ক্ষতিগ্রস্থ হওয়ার ঝুঁকি থাকে।