ইনস্টাগ্রামে এলো হ্যালোইন ফিচার

সুপারজুম নামের নতুন একটি ফিচার চালু করেছে ফেইসবুক মালিকানাধীন ফটো শেয়ারিং অ্যাপ ইনস্টাগ্রাম।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2017, 01:35 PM
Updated : 30 Oct 2017, 01:35 PM

অ্যাপটির অ্যান্ড্রয়েড আর আইওএস- দুই সংস্করণেই ক্যামেরা অপশনে এটি পাওয়া যাচ্ছে, বলা হয়েছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে। সেখানে গোল রেকর্ড বাটনের সঙ্গে ‘বুমেরাং’ আর ‘রিওয়াইন্ড’ অপশনের মাঝে নতুন এই ফিচার পাওয়া যাবে।

সুপারজুম সিলেক্ট করে কেউ রেকর্ড বাটন চাপলে, ক্যামেরাটি স্ক্রিনে যাই আসবে তা স্বয়ংক্রিয়ভাবে জুম করে দেখাবে। এমনকি ব্যবহারকীরা রেকর্ড বাটন চেপে ধরে রেখে কোনো ভিডিও ধারণ করলে, সেখানে জুম করেই রাখবে অ্যাপটি। 

জুম করার সঙ্গে ব্যবহারকারীর ভিডিওতে ‘রোমাঞ্চকর সঙ্গীত’ যোগ করবে ফিচারটি।

হ্যালোইন উপলক্ষে নতুন ‘হ্যালোইন’ ফেইস ফিল্টার আর স্টিকারও যোগ করেছে ইনস্টাগ্রাম। এগুলো ২ নভেম্বর পর্যন্ত পাওয়া যাবে।

ক্যামেরা সেকশনে সোয়াইপ করে স্ক্রিন চেপে ধরে রেখে এই ফেইস ফিল্টারগুলো ব্যবহার করা যাবে।

ইনস্টাগ্রামের পক্ষ থেকে বলা হয়, “আপনি বন্ধুদের সঙ্গে নানা ভুতুড়ে কাজে বা বাড়িতেই থাকা, যে পরিকল্পনাই করছেন না কেন, নিজেকে একটি জোম্বি, উড়ন্ত রক্তচোষা বাদুড়ে পরিণত করে বা রহস্যময় কুয়াশায় হারিয়ে হ্যালোইনের উদ্দীপনা জাগিয়ে তুলুন।”