ভারতে রেল স্টেশনে যাত্রীর ফোনে আগুন

শনিবার সকালে ভারতের মান্দি হাউস মেট্রো স্টেশনের এক যাত্রীর মোবাইল ফোনে আগুন ধরে যাওয়ার ঘটনা ঘটেছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2017, 06:23 PM
Updated : 30 Oct 2017, 09:52 AM

ঘটনাস্থলে থাকা ভারতের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) আর দিল্লি মেট্রো রেইল কর্পোরেশন (ডিএমআরসি)-এর কর্মকর্তারা সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে ফেলেন বলে দেশটির দৈনিক টাইমস অফ ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়েছে।

ওই যাত্রী ফোনটি থেকে ধোঁয়া বের হতে দেখে সঙ্গে সঙ্গে তা মাটিতে ফেলে দেন। এ ঘটনায় কেউ ক্ষতিগ্রস্থ হননি।

কর্মকর্তারা বলেন, সকাল ১১টা ৫০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। ২৯ বছর বয়সী মৃত্যুঞ্জয় সিং এসকেলেটরের দিকে যাচ্ছিলেন, এ সময় ফোনটি থেকে ধোঁয়া বের হতে শুরু হয়। সিএসআইএফ কর্মকর্তারা বলেছেন, তিনি সঙ্গে সঙ্গে ফোনটি মাটিতে ফেলে দেন আর এরপর এতে আগুন ধরে যায়।