আবারও চীন ভ্রমণে জাকারবার্গ

চীনে সেবা চালু করার লক্ষ্যে আবারও দেশটিতে ভ্রমণ করেছেন ফেইসবুক প্রধান মার্ক জাকারবার্গ।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2017, 06:19 PM
Updated : 30 Oct 2017, 09:51 AM

ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যায় বিশ্বের সবচেয়ে বড় বাজার হলো চীন। ২০১৮ সালের মধ্যে দেশটিতে সেবা চালু করার প্রয়াস করছেন জাকারবার্গ, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

শনিবার এক ফেইসবুক পোস্টে জাকারবার্গ বলেন,বেইজিংয়ের সিংহুয়া স্কুল অফ ইকোনোমিকস অ্যান্ড ম্যানেজমেন্ট-এর বার্ষিক উপদেষ্টা সভায় অংশ নিতে তিনি চীনে ছিলেন। এক বছরের বেশি সময় পর দেশটিতে ভ্রমণ করলেন তিনি।

জাকারবার্গ আরও বলেন, “চীনের উদ্ভাবন ও উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ রাখার এটি একটি দারুণ উপায়।”

স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে একটি ছবিও পোস্ট করেছেন তিনি।

“আজ আমি শিক্ষার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম যারা এআই স্টার্ট-আপ এর জন্য কাজ করছে। তাদের এআই শুরু থেকে সঙ্গীত সম্পাদনা, শরীরে সেন্সর দিয়ে রোগের চিকিৎসাসহ আরও অনেক কিছু করতে পারে। তারা তাদের ধারণা তুলে ধরেছেন এবং আমি তাদেরকে কীভাবে প্রতিষ্ঠান গড়তে হয় সে উপদেশ দিয়েছি”- বলেন জাকারবার্গ।

এর আগে ২০১৬ সালের মার্চে চীনে ভ্রমণ করেন জাকারবার্গ।

ফেইসবুক, হোয়াটসঅ্যাপ-সহ অন্যান্য প্রাশ্চাত্য সেবা বন্ধ রেখেছে চীন। দেশটিতে নিজেদের সেবা ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রতিষ্ঠানগুলো।