বিল গেটসকে টপকে শীর্ষ ধনী বেজোস

শুক্রবার সকালে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি জায়গা দখল করেছেন অ্যামাজন প্রধান জেফ বেজোস। অ্যামাজনের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশের পর দ্রুত  প্রায় সাতশ’ কোটি ডলার আয়ের পর এ তকমা অর্জন করলেন তিনি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2017, 12:44 PM
Updated : 28 Oct 2017, 12:44 PM

শুক্রবার সকাল থেকেই অ্যামাজনের শেয়ারমূল্য বাড়তে থাকে। এক পর্যায়ে বেজোস-এর মোট সম্পদের পরিমাণ নয় হাজার কোটি ডলারের বেশি হয় যা, ব্লুমবার্গ বিলিয়নারস ইনডেক্স-এর ডেটা আর মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র হিসাবে এমন তথ্য উঠে আসে।

এর ফলে বিশ্বের সেরা ধনীদের তালিকায় শীর্ষস্থানে থাকা বিল গেটস-কে সরিয়ে জায়গা দখল করে নেন বেজোস।

শুক্রবার সকাল থেকে মাইক্রোসফটের শেয়ারমূল্যও বাড়তে থাকে। কিন্তু তা বেড়ে ৮৮৫০ কোটি ডলারে গিয়ে ঠেকে, যা বেজোস-কে শীর্ষ ধনী হওয়া থেকে ফেরানো জন্য যথেষ্ট ছিল না।

চলতি বছর ২৭ জুলাইও গেটস-কে সরিয়ে শীর্ষ ধনী হয়েছিলেন বেজোস। কিন্তু তিনি মাত্র একদিন ওই স্থান রাখতে পেরেছিলেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত বাজার খোলার পর অ্যামাজনের শেয়ারমূল্য ১০ শতাংশ বেড়ে প্রতি শেয়ারমূল্য ১০৬৭ ডলার ছিল। মাইক্রোসফটের শেয়ারমূল্য নয় শতাংশ বেড়ে প্রতি শেয়ারের মূল্য ছিল ৮৬ ডলারের নিচে।