ডেস্কটপেও এলো ওয়ার্কপ্লেইস

বৃহস্পতিবার নিজেদের ওয়ার্কপ্লেইস চ্যাট অ্যাপের একটি ডেস্কটপ সংস্করণ ছেড়েছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক মাধ্যম ফেইসবুক।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Oct 2017, 11:39 AM
Updated : 26 Oct 2017, 11:39 AM

ফেইসবুকের ওয়ার্কপ্লেইস বিভাগের ভাইস প্রেসিডেন্ট জুলিয়েন কোডোরনিও বলেন, “এখন আমরা ডেস্কটপ আর মোবাইল, দুই প্লাটফর্মেই ওয়ার্কপ্লেইসে মাধ্যমে মেসেজিং অভিজ্ঞতা দিচ্ছি।”

এক ব্লগপোস্টে তিনি বলেন, “ওয়ার্কপ্লেইস চ্যাট-এ সবসময় মোবাইল আর ব্রাউজার উপাদান ছিল, আর এবার আমরা ডেস্কটপ অ্যাপ যোগ করছি।” 

ওয়ার্কলেইস চ্যাটে কোনো সহকর্মী বা গ্রুপের সঙ্গে ভিডিও চ্যাট আর স্ক্রিন ও ফাইল শেয়ারের সুযোগ রয়েছে।

সামনের সপ্তাহগুলোর মধ্যে ওয়ার্কপ্লেইস চ্যাট আপডেট করা হবে, যাতে ডেস্কটপ ও মোবাইল ফোনে গ্রুপ ভিডিওচ্যাট শুরু করা যায়, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

কোডোরনিও বলেন, “মানুষ শীঘ্রই একটি বাটন ক্লিক করে তাদের দলের সঙ্গে ভিডিও চ্যাট শুরু করতে পারবে।”

বর্তমানে বিশ্বব্যাপী ৩০ হাজারেরও বেশি সংস্থা ওয়ার্কপ্লেইস ব্যবহার করছে। এদের মধ্যে ওয়ালমার্ট, হাইনিকেন, স্পটিফাই, লিফট আর রিলায়েন্স গ্রুপও রয়েছে।