ফেইসবুকে চালু হচ্ছে ৪কে ভিডিও

প্ল্যাটফর্মে ৪কে ভিডিও আনতে পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক। আগের বছর বেশ কিছু ভিডিও ফিচার চালু করেছে তারা। এবার এতে যোগ হচ্ছে ৪কে ভিডিও।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2017, 11:18 AM
Updated : 25 Oct 2017, 11:18 AM

প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, আপলোডার এবং দর্শক উভয়ের জন্যই ২১৬০পি ইউএইচডি-১ স্ট্যান্ডার্ডের ভিডিও পরীক্ষা চালাচ্ছে ফেইসবুক। এর মাধ্যমে আল্ট্রা-হাই-রেজুলিউশন ভিডিও আপলোড করা যাবে বলে জানানো হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিছু ফেইসবুক পেইজ ও প্রোফাইলে ৪কে ভিডিও দেখা যাবে।

বিনামূল্যে ভিডিও হোস্টিং প্ল্যাটফর্ম ইউটিউব ২০১০ সাল থেকে ৪কে ভিডিও নিয়ে কাজ করছে। সেই সঙ্গে ২০১৬ সালে সরাসরি ৪কে ভিডিও সম্প্রচারের সুবিধাও আনে গুগল অধীনস্থ প্রতিষ্ঠানটি। 

ফেইসবুক ইতোমধ্যে সরাসরি ৩৬০ ডিগ্রি ভিডিওতে ৪কে রেজুলিউশন সমর্থন করে। ওয়াচ ট্যাবে কয়েকটি মূল অনুষ্ঠান আনার মাধ্যমে মূল কনটেন্টের দিকে সরতে ফেইসবুক প্রচেষ্টা চালানোর কথা বিবেচনার পর উন্নত রেজুলিউশনের ভিডিও নিয়ে আগানোর এই পদক্ষেপ সামনে এলো।