সংবাদ প্রকাশক-গুগল আয় ভাগের খবর ‘মিথ্যা’  

সংবাদ প্রকাশকদের আয় ভাগ করে নেবে গুগল- এমন সংবাদ প্রতিবেদনগুলো প্রত্যাখ্যান করেছে মার্কিন ওয়েব জায়ান্টটি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, এ ধরনের কোনো চুক্তি করা হয়নি আর তাদের সাবস্ক্রিপশন প্রকল্প এখনও প্রাথমিক ধাপে আছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 12:07 PM
Updated : 23 Oct 2017, 12:07 PM

রোববার প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদনে বলা হয়, গুগল মুখপাত্র ম্যাগি শিয়েলস বলেছেন, “আমরা আয়ের বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্তে আসিনি।”

“আমরা এখনও সাবস্ক্রিপশন নিয়ে কোনো সিদ্ধান্তে আসিনি আর এ নিয়ে প্রকাশকদের সঙ্গে আমাদের কথা বলা উচিৎ।” 

সংবাদ প্রকাশকদের সঙ্গে আয় ভাগ করে নেওয়ার খবরকে ‘পুরোপুরি মিথ্যা’ বলে আখ্যা দিয়েছে গুগল।

এর আগে কিছু প্রতিবেদনে বলা হয়, গুগল ইউটিউব ব্যক্তিত্ব আর তৃতীয় পক্ষের বিজ্ঞাপনদাতাদের সঙ্গে যেভাবে আয় ভাগ করে ঠিক সেভাবে সংবাদ প্রকাশকদের সঙ্গে আয় ভাগ করবে। এর মাধ্যমে সংবাদ প্রকাশকদের একটি গ্রাহক ভিত্তির সঙ্গে যুক্ত করতে সহায়তা করা হবে বলেও খবর বের হয়- বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

ফিন্যান্সিয়াল টাইমস-এর প্রতিবেদনে রিচার্ড গিংরাস-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, “গুগল সাবস্ক্রিপশন থেকে হওয়া আয়ের ৩০ শতাংশের কম কেটে রাখতে পারে।”

প্রকাশকদের সঙ্গে গুগলের আয় ভাগ করে নেওয়ার চুক্তি প্রতিষ্ঠানটির অ্যাডসেন্স ব্যবসায়ের মতো হতে পারে। অ্যাডসেন্স ওয়েব প্রকাশকদের তাদের সাইটে বিজ্ঞাপন প্রদর্শনের সুযোগ করে দেয়।