পিক্সেল ২ এক্সএল-এ নতুন ত্রুটি

গুগলের পিক্সেল ২ এক্সএল স্মার্টফোনে ‘স্ক্রিন বার্ন-ইন’ সমস্যা খুঁজে পেয়েছে যাচাইকারী দল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2017, 12:03 PM
Updated : 23 Oct 2017, 12:03 PM

কোনো ইলেকট্রনিক ডিসপ্লেতে পিক্সেলের অনিয়মিত ব্যবহারের কারণে ডিসপ্লে’র কোনো অংশ স্থায়ীভাবে বিবর্ণ হয়ে গেলে এই সমস্যাকে স্ক্রিন বার্ন-ইন ডাকা হয়।

অ্যান্ড্রয়েড নিয়ে বিভিন্ন পরামর্শ দিতে বিশেষজ্ঞদের সাইট অ্যান্ড্রয়েড সেন্ট্রাল-এর বিশেষজ্ঞ অ্যালেক্স ডোবি সর্বপ্রথম টুইটারে এই ত্রুটির কথা উল্লেখ করেন, খবর মার্কিন সাইট ভার্জ-এর।

ওই টুইটে ডোবি বলেন, “হয়তো সাতদিন পুরোপুরি ব্যবহারের পরই পিক্সেল ২ এক্সএল-এ কোনো বাজে ওলেড বার্ন-ইন সমস্যা দেখা যাবে।”

ভার্জ-এর প্রতিবেদনে বলা হয়, স্ক্রিন বার্ন-ইন কোনো অপ্রচলিত ত্রুটি নয়, কিন্তু এক সপ্তাহ ব্যবহারেই এমন সমস্যা হলে এটা উদ্বেগের কারণ। এ নিয়ে নির্মাতা প্রতিষ্ঠান গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র বলেন, “পিক্সেল ২ এক্সএল স্ক্রিন একটি উন্নত ‘পোলেড’ প্রযুক্তি দিয়ে বানানো হয়েছে। সেই সঙ্গে তে রয়েছে কিউএইচডি+ রেজুলিউশন, হাই কনট্রাস্ট রেশিও আর সুন্দর রঙ। আমরা আমাদের সব পণ্য বাজারে ছাড়ার আগে আর প্রতি বিভাগের উৎপাদনের সময় বিস্তৃত পরিসরে মান নির্ণয় করে থাকি। আমরা সক্রিয়ভাবে এই অভিযোগ নিয়ে তদন্ত করছি।”