আইফোন X-এ উৎপাদন জটিলতা

বাজারে আসার আগেই উৎপাদন জটিলতার মধ্যে পড়েছে অ্যাপলের নতুন আইফোন X।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2017, 01:18 PM
Updated : 22 Oct 2017, 01:18 PM

উৎপাদন জটিলতার বিষয়টি সমাধান করতে চুক্তিভিত্তিক ডিভাইস নির্মাতা প্রতিষ্ঠান ফক্সকন চেয়ারম্যান টেরি গুয়ো’র সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন অ্যাপলের প্রধান পরিচালন কর্মকর্তা জেফ উইলিয়ামস। কী কারণে উৎপাদন জটিলতা তৈরি হচ্ছে সেটিও খতিয়ে দেখা হবে বলে প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস।

এর আগে নিক্কেই এশিয়ান-এর প্রতিবেদনে বলা হয়, “ডট প্রজেক্টরের কারণে আইফোন X-এর উৎপাদন জটিলতা চলছেই। ঠিক এমন সময়ই সাক্ষাতের কথা বলা হয়েছে। নতুন আইফোনে ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির ৩-ডি সেন্সর মডিউলের একটি অংশ হলো ডট প্রজেক্টর।”

তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি’র ৩০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে তাইওয়ান ভ্রমণ করবেন উইলিয়ামস। এ সময়ই টেরি গুয়ো’র সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। ২৩ অক্টোবর এই অনুষ্ঠানটি হওয়ার কথা রয়েছে।

নতুন আইফোনের সরবরাহ জটিলতা ও ঘাটতি নিয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন কেজিআই সিকিউরিটিজ-এর প্রযুক্তি বিশ্লেষক মিং-চি কুয়ো।

প্রি-অর্ডারের পর চলতি বছরের নভেম্বরে আইফোন X হাতে পাবেন গ্রাহক। কিন্তু কুয়ো’র ধারণা ২০১৮ সালের আগে ডিভাইসটি কেনা সহজ হবে না। নতুন আইফোনের চাহিদা অনেক বাড়বে বলে ধারণা করছেন তিনি। গ্রাহকের বাড়তি চাহিদা মেটাতে হিমশিম খেতে পারে অ্যাপল। অন্তত প্রাথমিক পর্যায়ে আইফোন হাতে পেতে বেশি সময় অপেক্ষা করতে হতে পারে গ্রাহককে।