পোস্ট করার কয়েক ঘণ্টার মধ্যে উগ্রপন্থী কনটেন্টগুলো সরাতে আরও বেশি কিছু করার বিষয়ে রাজি হয়েছে মাইক্রোসফট, গুগল, টুইটার ও ফেইসবুক।
Published : 21 Oct 2017, 04:01 PM
ইতালিতে জি৭ রাষ্ট্র আর প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে হওয়া দুই দিনের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বলা হয় বিবিসি’র প্রতিবেদনে।
কর্মকর্তাদের ভাষ্যমতে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর লক্ষ্য হচ্ছে ইন্টারনেট থেকে ‘জিহাদি’ কনটেন্টগুলো দুই ঘণ্টার মধ্যে সরানো।
এই আলোচনাকে ‘গুরুত্বপূর্ণ ও ফলদায়ক’ বলে এক টুইটে আখ্যা দিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার।
ওয়েব জায়ান্ট গুগল আর টুইটার এ নিয়ে আর কোনো মন্তব্য করতে অস্বীকৃতি প্রকাশ করেছে।
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী মারকো মিন্নিতি বলেন, এগুলো ছিল ‘গুরুত্বপূর্ণ প্রাথমিক পদক্ষেপ।”
বৈঠকের পর জি৭-এর পক্ষ থেকে বলা হয়, “আমরা প্রযুক্তি খাতের সামনে চ্যালেঞ্জ তুলে ধরেছি আর আমরা আপলোডের এক থেকে দুই ঘণ্টার মধ্যে সন্ত্রাসীদের কনটেন্ট শনাক্ত ও সরাতে সমাধান আনার অনুরোধ করেছি।” সেইসঙ্গে উন্নত শনাক্তকরণ টুল তৈরি আর সরানোর সব কনটেন্ট নিয়ে কর্তৃপক্ষদের জানানো নিশ্চিত করতেও প্রতিষ্ঠানগুলোকে অনুরোধ করা হয়।
এই প্রথমবারের মতো গুগল, মাইক্রোসফট, ফেইসবুক ও টুইটারের প্রতিনিধিরা জি৭ আলোচনায় অংশ নিলেন। জি৭-এর সদস্য দেশগুলো হচ্ছে- কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।