ক্রোমে নিরাপত্তা ত্রুটি, সন্ধান মাইক্রোসফটের 

গুগল ক্রোমে একটি দূরবর্তী নিরাপত্তা ত্রুটির সন্ধান পেয়েছে মাইক্রোসফট উইন্ডোজ নিরাপত্তা দল। এই ত্রুটির ফলে হ্যাকাররা ব্রাউজারটির নিরাপত্তা লঙ্ঘন করতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2017, 10:29 AM
Updated : 20 Oct 2017, 10:29 AM

বৃহস্পতিবার এক ব্লগ পোস্টে মাইক্রোসফট অফেন্সিভ সিকিউরিটি রিসার্চ টিম নামের ওই নিরাপত্তা দল-এর সদস্য জর্ডান র‍্যাবেট বলেন, “আমাদের সন্ধান পাওয়া ‘সিভিই-২০১৭-৫১২১’-এর থেকে আভাষ পাওয়া যায় যে, আধুনিক ব্রাউজারগুলোতে দূর থেকে লঙ্ঘন করা যায় এমন ত্রুটি খুঁজে পাওয়া সম্ভব। ক্রোমে রিমোট কোড এক্সিকিউশন (আরসিই) কমানোর অভাব মেমোরি জালিয়াতি বাগ থেকে শুরু করে নিরাপত্তা লঙ্ঘন পর্যন্ত একটি দ্রুত উপায়ের দিকে নির্দেশ করে।” আরসিই বলতে দূর কারও কম্পিউটারে অ্যাকসেস নিতে কোনো হ্যাকারের থাকা সামর্থ্যকে বোঝায়।”

শুক্রবার প্রযুক্তি সাইট এনগেজেট-এর প্রতিবেদনে বলা হয়, গুগল এই ত্রুটির তাৎক্ষণিক সমাধান এনেছে। এতে আরও বলা হয়, “মাইক্রোসফটের মতে, এই সমস্যার সমাধান নিরাপত্তা লঙ্ঘনযোগ্যতা সরিয়ে দেয় না, এটিই কখনোই এমন ছিল না। মাইক্রোসফটের বিশ্বাস এ বিষয়ে প্রকাশ্যে জানাজানি হওয়ার আগেই একটি সমাধান আনা প্রয়োজন।”

নিরাপত্তা ত্রুটি নিয়ে এই দুই মার্কিন টেক জায়ান্টের মধ্যে বিবাদ নতুন নয়, এমনটাই বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।

২০১৬ সালে মাইক্রোসফট সমাধান আনতে প্রস্তুত হওয়ার আগেই উইন্ডোজের একটি বড় ত্রুটির কথা ফাঁস করে দেয় গুগল।