গোপনে স্ন্যাপ রেকর্ড করলে বলে দেবে স্ন্যাপচ্যাট

ছবি শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটে কোনো স্ন্যাপ পাঠানো হলে তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিভাবে মুছে ফেলা হয়। এখন কেউ যদি গোপনে আইওএস ১১-এর ‘স্ক্রিন রেকর্ডিং’ ফিচার দিয়ে ওই ছবি সংগ্রহ করেন? এই অপারেটিং সিস্টেমে এখন আর সুযোগটি থাকছে না।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 03:02 PM
Updated : 15 Oct 2017, 03:02 PM

এই অপারেটিং সিস্টেমে কেউ গোপনে কারও স্ন্যাপের রেকর্ড রাখলে, প্রতিবার তা স্ন্যাপ প্রেরণকারীকে জানিয়ে দেবে স্ন্যাপচ্যাট, খবর আইএএনএস-এর।

শুক্রবার ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়, “এটি ব্যবহারকারীদের জন্য ভালো খবর, কিন্তু এর মানে এই নয় যে তারা যা চায় তাই পোস্ট করার ক্ষেত্রে নিরাপদ। অন্যান্য সব সময়ের মতো, সবকিছুই অন্য ব্যবহারকারীরা সংগ্রহ করে রাখতে পারেন।”

এর আগে যিনি পোস্ট করেছেন তাকে না জানিয়েই গোপনে অন্য ব্যবহারকারীর স্ন্যাপ রেকর্ড করে রাখতে পারতেন আইওএস ১১ ব্যবহারকারীরা।

আইওএস ১১-এর বিনামূল্যের আপডেটে ‘স্ক্রিন রেকর্ডিং’ ফিচার দেওয়া হয়েছে।