পরিবর্তন এলো অ্যান্ড্রয়েড হোয়াটসঅ্যাপে

অ্যান্ড্রয়েডের জন্য আনা হোয়াটসঅ্যাপের নতুন বেটা সংস্করণে কয়েকটি আপডেট আনা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Oct 2017, 01:35 PM
Updated : 15 Oct 2017, 01:35 PM

এসব আপডেটগুলোর মধ্যে অ্যাপের আকার কমানো, নাম্বার পরিবর্তন করলে কনটাক্ট তালিকায় থাকা অন্যান্যদের জানানোর মতো ফিচার আনা উল্লেখযোগ্য, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে। 

ডাউনলোড আর ইনস্টলের সময় ফেইসবুক মালিকানাধীন অ্যাপটির ২.১৭.৩৭৫ সংস্করণটি কম জায়গা নেবে। জায়গা কমছে প্রায় ৬ এমবি। সেইসঙ্গে কেউ হোয়াটসঅ্যাপে তার ফোন নাম্বার বদলালে, তার কনটাক্টে থাকা অন্যান্য ব্যবহারকারীরা এ নিয়ে নোটিফিকেশন পাবেন। প্রতিবার ফোন নাম্বার বদলের ক্ষেত্রেই এই ফিচার কার্যকর থাকবে।

কনটাক্ট তালিকায় থাকা বা কখনও অ্যাপটির মধ্যে আলাপ হওয়া কোন কোন ব্যবহারকারী এই আপডেট পাবেন তাও নিয়ন্ত্রণ করতে পারবেন ফোন নাম্বার বদলকারী।

এ ছাড়াও হোয়াটসঅ্যাপের ৪৭৩টি ফাইল পরিবর্তন করা হয়েছে। যার মাধ্যমে বিভিন্ন ছোটখাট ত্রুটি সংশোধন করা হয়েছে।