স্ন্যাপচ্যাটে বিভ্রাট

কয়েক ঘণ্টার জন্য ফটো শেয়ারিং অ্যাপ স্ন্যাপচ্যাটের সেবায় বিশ্বব্যাপী বিঘ্ন ঘটার পর বিশ্বজুড়ে লাখ লাখ ব্যবহারকারী এই অ্যাপ ব্যবহার ছেড়ে দিয়েছেন। বিশেষত ইউরোপ আর যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা এমন পদক্ষেপ নিয়েছেন বলে আইএএনএস-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 12:12 PM
Updated : 11 Oct 2017, 12:12 PM

কোনো ওয়েবসাইটের সেবায় বিভ্রাট দেখা দিলে তা নিয়ে তথ্য প্রকাশকারী সাইট ডাউন ডিটেকটর-এর সূত্রমতে, হাজার হাজার ব্যবহারকারী স্ন্যাপ পাঠানো, স্ন্যাপ পাওয়া, লগইন করা আর সংযোগ পাওয়া নিয়ে সোমবার অভিযোগ করেছেন।

মঙ্গলবার নিজেদের টুইটার অ্যাকাউন্টে স্ন্যাপচ্যাটের পক্ষ থেকে এই কারিগরি ত্রুটির কথা স্বীকার করা হয়েছে। ওই টুইটে বলা হয়, প্রতিষ্ঠানটি এই বিষয় সম্পর্কে অবগত আর তারা এটি খতিয়ে দেখছে।  

অনেক ব্যবহারকারী এই সমস্যার মুখোমুখি হয়ে টুইটারে তাদের হতাশা প্রকাশ করেছেন।

একজন ব্যবহারকারী বলেন, “স্ন্যাপচ্যাট বিকল হয়ে গেছে। আমি সত্যিই হাজারো প্রজন্মের ব্যাথা অনুভব করছি।”

বর্তমানে বিশ্বব্যাপী স্ন্যাপচ্যাটের গ্রাহক সংখ্যা ১৬ কোটি ৬০ লাখ।