স্কাইপ-এ কর্টানা আনছে মাইক্রোসফট

চ্যাটিং অ্যাপ স্কাইপ-এ আপডেট আনতে যাচ্ছে মাইক্রোসফট। নতুন আপডেটে এতে ভয়েস অ্যাসিস্টেন্ট কর্টানা যোগ করবে প্রতিষ্ঠানটি।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Oct 2017, 11:48 AM
Updated : 11 Oct 2017, 11:48 AM

অ্যান্ড্রয়েড ও আইওএস দুই প্ল্যাটফর্মেই স্কাইপ-এ কর্টানা যোগ করবে মাইক্রোসফট। প্রাথমিকভাবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্রে এই আপডেট আনা হবে বলে মঙ্গলবার প্রতিবেদনে জানিয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জ।

নতুন আপডেটের পর স্কাইপ-এ কর্টানার সহায়তায় অন্যের সঙ্গে প্রাইভেট চ্যাট করতে পারবেন গ্রাহক। ফলে বার্তার উত্তর দেওয়ার সময় দ্রুত পরামর্শ দেবে কর্টানা-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

এক ব্লগ পোস্টে স্কাইপ-এর পক্ষ থেকে বলা হয়, “চ্যাটিংয়ের ওপর ভিত্তি করে প্রয়োজনীয় তথ্য দেবে কর্টানার ‘ইন-কনটেক্সট’ অ্যাসিস্টেন্স যা আপনার কথপোকথন সহজ করবে। রেস্টুরেন্ট বা সিনেমার পরামর্শ দেবে এটি।”

স্কাইপ-এ কর্টানা যোগ করা হবে বলে দেড় বছর আগেই ঘোষণা দিয়েছিল মাইক্রোসফট। কিন্তু বিলম্বের কারণ ব্যাখ্যা করেনি প্রতিষ্ঠানটি।

স্কাইপ-এর মতো একই ফিচার এর আগে গুগলের ‘অ্যালো’ এবং ফেইসবুক ‘মসেঞ্জারে’ দেখা গেছে।