আসামী ধরতে নিপীড়িত শিশুর ছবি প্রকাশ

নিপীড়ক খুঁজতে চার বছরের এক কন্যাশিশুর ছবি প্রকাশ করেছিল জার্মান পুলিশ। ওই ছবি দেখে নিজ সন্তানকে শনাক্ত করেছেন ওই শিশুর মা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Oct 2017, 05:03 PM
Updated : 10 Oct 2017, 05:03 PM

ডার্ক ওয়েবে ছড়ানো বিভিন্ন ভিডিও আর ছবি থেকে এই ছবি নেওয়া হয়েছিল বলে বিবিসি’র প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

এ ঘটনায় ২৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়, তারা আসামীকে শনাক্ত করতে ব্যর্থ হওয়ায় এই ছবি প্রকাশের মতো এমন পদক্ষেপ নিয়েছিলেন। এটি প্রকাশের পর তারা জনগণের কাছ থেকে ‘অসংখ্য’ সাড়া পান। 

ওই আসামীর বিরুদ্ধে শিশুদের যৌন হয়রানি ও শিশু নিপীড়নের ছবি বিতরণের অভিযোগ আনা হয়েছে। 

চলতি বছর জুলাইয়ে ওই ভিডিও আর ছবিগুলোর সন্ধান পাওয়া যায়। ২০১৬ সালের অক্টোবর থেকে এই হয়রানি চলছিল বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের ভাষ্যমতে, ওই নিপীড়নকারি শিশুটির পরিচিত ছিল।

যুক্তরাজ্যের চাইল্ড এক্সপ্লোয়েটেশন অ্যান্ড অনলাইন প্রটেকশন ইউনিট-এর সাবেক প্রধান নির্বাহী জিম গ্যাম্বল বলেন, এই ছবি প্রকাশ আইন শৃংখলা রক্ষা সংস্থার জন্য ‘সর্বশেষ পন্থা হওয়া উচিত’ । তিনি বলেন, “অপরাধীদের এই বিষয়ে সচেতন রাখা উচিৎ যে ডার্ক নেট এই ধরনের ছবি ও ভিডিও লুকানোর কোনো জায়গা নয়।”