অ্যাপল ছাড়লেন আইক্লাউড অবকাঠামো প্রধান

বাইরের ক্লাউড সেবাগুলো থেকে নির্ভরতা কমাতে অ্যাপলের পরিকল্পনার দিকে আভাস দিয়ে প্রতিষ্ঠান ছেড়েছেন নির্বাহী কর্মকর্তা এরিক বিলিংসলে। তিনি আইক্লাউড সেবাগুলোর অবকাঠামোগত পরিচালনা প্রধান ছিলেন। আইক্লাউড ড্রাইভ ডকুমেন্ট স্টোরেজ সেবাও তার অধীনেই ছিল।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Oct 2017, 04:36 PM
Updated : 8 Oct 2017, 04:36 PM

শুক্রবার মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে বলা হয়, বিলিংসলে’র পুরানো দল এখন প্রকৌশল বিভাগের ভাইস প্রেসিডেন্ট প্যাট্রিস গাওটিয়ার-এর অধীনে কাজ করবে।

আইএএনএস-এর প্রতিবেদনে বলা হয়, বিলিংসলে’র দল অ্যামাজন ওয়েব সার্ভিসেস বা এডাব্লিউএস ও মাইক্রোসফট অ্যাজিউর-এর মতো বিভিন্ন বাইরের ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানের উপর নির্ভর করত।

অতীতে প্রতিষ্ঠানটির ডেটা সেন্টার অবকাঠামো ‘একটি সমস্যা’ হয়ে দাঁড়িয়েছিল বলে এক সূত্র থেকে বলা হয়েছে।

চলতি বছর ফেব্রুয়ারিতে এডাব্লিউএস-এর একটি বিপর্যয়ের কারণে অ্যাপল মিউজিক, আইক্লাউড সেবা ও আইটিউনসসহ অন্যান্য সেবায় বিঘ্ন ঘটে।

বিলিংসলে এর আগে ইবে ও গুগলে কাজ করতেন, ২০১৩ সালে তিনি অ্যাপলের যোগ দেন।