অ্যামাজন মালিকানায় গেল বডি ল্যাবস

শরীরের ৩ডি স্ক্যান করে নিউ ইয়র্কভিত্তিক এমন এক স্টার্টআপ-কে কিনেছে মার্কিন ই-কমার্স জায়ান্ট অ্যামাজন।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 10:49 AM
Updated : 4 Oct 2017, 10:49 AM

এই পদক্ষেপের মাধ্যমে অ্যামাজন একটি বড় ফ্যাশন প্রতিষ্ঠান হওয়ার প্রতিশ্রুতি আরও পোক্ত করল বলে উল্লেখ করা হয়েছে ব্যবসা-বাণিজ্যবিষয়ক মার্কিন বিজনেস ইনসাইডার-এর প্রতিবেদনে।

প্রযুক্তি সাইট টেকক্রাঞ্চ-এর প্রতিবেদনে বলা হয়, অ্যামাজন বডি ল্যাবস নামের ওই প্রতিষ্ঠানকে কিনে নিয়েছে। কিন্তু এক্ষেত্রে অর্থের পরিমাণ নিশ্চিত করা যায়নি। তবে সাইটটির অনুমান এই ক্রয়চুক্তি পাঁচ থেকে সাত কোটি ডলারের মধ্যে।

বডি ল্যাবস এমন সফটওয়্যার তৈরি করে যা অন্যান্য প্রতিষ্ঠানকে শরীরের আকার ও নড়াচড়ার প্রবৃত্তি ৩ডি রূপে ধারণ করে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয় এই প্রযুক্তি গেইমিংয়ের জন্য ব্যবহৃত হতে পারে, এটি ফ্যাশনের উদ্দেশ্যেও ব্যবহার করা যেতে পারে।

২০১৬ সাল থেকে ফ্যাশন খাতে নিজেদের উপস্থিতি বাড়াচ্ছে অ্যামাজন।

এই ক্রয়ের বিষয়ে অ্যামাজনের কাছে অনুরোধ করা হলেও প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।