সন্ত্রাসবাদে ‘সহায়তা করে’ হোয়াটসঅ্যাপ

যৌন নীপিড়ন ও অন্যান্য সন্ত্রাসীদের কার্যক্রম পরিচালনায় সহায়তা করে হোয়াটসঅ্যাপ, মঙ্গলবার এমনটাই দাবি করেছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী আম্বার রাড।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Oct 2017, 01:43 PM
Updated : 3 Oct 2017, 01:43 PM

আইনের আওতার বাইরে সন্ত্রাসীদেরকে তাদের কার্যক্রম চালানোর অনুমোদন দেয় হোয়াটসঅ্যাপ-এর এন্ড-টু-এন্ড এনক্রিপশন এমনটাই জানিয়েছেন রাড, বলা হয়েছে রয়টার্স-এর প্রতিবেদনে।

মঙ্গলবার ম্যানচেস্টার-এ দলীয় কর্মীদের কার্যক্রম অনুষ্ঠানে রাড বলেন, “আমরা এটাও জানি যে হোয়াটসঅ্যাপ-এর মতো এন্ড-টু-এন্ড এনক্রিপশন সেবাগুলো যৌন নীপিড়করা ব্যবহার করে।”

রাড আরও বলেন, “আমি এটা মেনে নিতে পারি না যে প্রতিষ্ঠানগুলো এ ধরনের বিষয়ের অনুমতি দেবে এবং অন্যান্য সন্ত্রাসীদের আইন শৃংখলা বাহিনীর নাগালের বাইরে কাজ করতে দেবে।”

শুধু হোয়াটসঅ্যাপ নয়, চরমপন্থী কনটেন্ট মোকাবেলা করতে ফেইসবুক, গুগল, টুইটার ও মাইক্রোসফটকেও আহ্বান করেছেন রাড।

সম্প্রতি লন্ডনের ওয়েস্টমিনস্টার সেতুতে এক হামলাকারী পথচারীদের ওপর দিয়ে গাড়ি চালিয়ে দিয়ে পার্লামেন্ট প্রাঙ্গণে প্রবেশ করে এবং ছুরি হাতে নিরাপত্তাকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়ে। এ ঘটনায় গাড়ি চাপা পড়েন এক নারী; যুক্তরাষ্ট্রের এক পর্যটক ও এক পুলিশ কর্মকর্তা নিহত হন।

এ ঘটনার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ও চ্যাটিং অ্যাপ নিয়ে তৎপরতা শুরু করেছে যুক্তরাজ্য সরকার।