ক্রোমবুকে আসছে গুগল অ্যাসিস্টেন্ট

গুগলের নতুন ক্রোমবুকে যোগ করা হতে পারে প্রতিষ্ঠানটির ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা গুগল অ্যাসিস্টেন্ট।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 10:37 AM
Updated : 1 Oct 2017, 10:37 AM

৪ অক্টোবর নতুন পণ্য উন্মোচন করবে মার্কিন ওয়েব জায়ান্ট প্রতিষ্ঠানটি। নতুন পণ্যগুলো নিয়ে এখন পর্যন্ত গোপনীয়তা বজায় রাখছে গুগল। পণ্যগুলোতে নতুন কী ফিচার আনা হতে পারে সেটিও জানা যায়নি।

গুগল গোপনীয়তা বজায় রাখলেও ইতোমধ্যেই পণ্যগুলো নিয়ে কিছু তথ্য ফাঁস হয়েছে। ৯টু৫গুগল-এর প্রতিবেদনে বলা হয় নতুন ক্রোমবুকে গুগল অ্যাসিস্টেন্ট ব্যবহার করতে পারবেন গ্রাহক।

গুগল হোম অ্যাপের মধ্যে লুকানো কোডিং থেকে দেখা গেছে ক্রোমবুকে কিছু অ্যাসিস্টেন্ট অ্যাপ কাজ করবে-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

৯টু৫গুগল-এর প্রতিবেদনে বলা হয়, “ফোনের পাশাপাশি চ্যাটিংয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বিভাগে অ্যাসিস্টেন্ট গেইম, গুগল হোম এবং অ্যালো রয়েছে ক্রোমবুকে যা দিনের আলোর মতো পরিষ্কার।”

এর থেকে ধারণা করা যায় ক্রোম ওএস-এ আসছে গুগলের এআই অ্যাসিস্টেন্ট। ফাঁস হওয়া তথ্যানুসারে এবার ক্রোমবুকের বদলে ‘পিক্সেলবুক’ আনতে পারে গুগল।

পিক্সেলবুক ছাড়াও ৪ অক্টোবর গুগল ইভেন্টে পিক্সেল ২ এবং পিক্সেল ২ এক্সএল স্মার্টফোন ও গুগল হোম মিনি উন্মোচনের কথা রয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি অন্য আরও পণ্য আনা হতে পারে বলে গুজব রয়েছে।