পরিবেশ নষ্ট করবে না আইফোন X

পরিবেশের জন্য বেশি ক্ষতিকারক নয় অ্যাপলের নতুন আইফোন X, এমনটাই জানানো হয়েছে  মার্কিন প্রযুক্তি জায়ান্ট প্রতিষ্ঠানটির পরিবেশবিষয়ক প্রতিবেদনে।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2017, 06:32 AM
Updated : 1 Oct 2017, 06:32 AM

স্মার্টফোনের উৎপাদন ও ব্যবহৃত ফোন ধ্বংস প্রক্রিয়া অন্যান্য শিল্পের মতোই পরিবেশের জন্য ক্ষতিকারক এটা এখন আর গোপন কিছু নয়। সে কারণেই কয়েক বছর ধরে পরিবেশবান্ধব পণ্য তৈরির দিকে নজর দিয়েছে অ্যাপল। তারই ধারাবাহিকতায় আইফোন X কেও যতোটা সম্ভব পরিবেশবান্ধব করার চেষ্টা করেছে প্রতিষ্ঠানটি, বলা হয়েছে প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট-এর প্রতিবেদনে।

সম্প্রতি প্রতিষ্ঠানের পণ্যগুলোর পরিবেশবিষয়ক তথ্য প্রকাশ করেছে অ্যাপল। এতে পণ্যগুলোতে কী উপাদান ব্যবহার করা হয়েছে, রিসাইক্লিং এবং কার্বন নির্গমনের তথ্য প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।

অ্যাপলের হিসাব মতে, প্রতিটি আইফোন X তার পুরো জীবদ্দশায় ৭৯ কেজি কার্বন ডাই অক্সাইড নির্গমন করবে।

২০১৭ মডেলের একটি টয়োটা প্রিয়াস মডেলের গাড়ি ৪৬৩ মাইল চালালে ওই পরিমাণ কার্বন নির্গমন হয়। আর এর জন্য ৮.৯ গ্যালন জ্বালানী পোড়াতে হয়।

অ্যাপলের সাম্প্রতিক আইফোনগুলোর কার্বন নির্গমনের পরিমাণ:

আইফোন X- ৭৯ কেজি

আইফোন ৮ প্লাস- ৬৮ কেজি

আইফোন ৮- ৫৭ কেজি

আইফন ৭ প্লাস- ৬৭ কেজি

আইফোন ৭- ৫৬ কেজি

আইফোন এসই- ৪৫ কেজি

আইফোন ৬এস প্লাস- ৬৩ কেজি

আইফোন ৬ এস- ৫৪ কেজি

আইফোন- ৬ প্লাস- ১১০ কেজি

আইফোন ৬- ৯৫ কেজি

আইফোন ৫এস- ৬৫ কেজি

অ্যাপল জানায় নির্গমন হওয়া কার্বনের ৮০ শতাংশ আসে উৎপাদনের সময়। আর ১৫ শতাংশ নির্গমন হয় ব্যবহারের সময়।

প্রতিষ্ঠানের নতুন আইফোন X-এর ৫৫ শতাংশের বাক্স তৈরি হয়েছে রিসাইকলড উপাদান দিয়ে। আর ফোনটিতে যে স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে সেটিও রিসাইকল করা যায়।

২৭ অক্টোবর আইফোন X-এর প্রি-অর্ডার শুরু করবে অ্যাপল। আর নভেম্বর থেকে ডিভাইসটি হাতে পাবেন গ্রাহক।