২০২৪ সালে মঙ্গলে মানুষ নেবে স্পেসএক্স

২০২৪ সালে ‘যতো দ্রুত সম্ভব’ মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর পরিকল্পনা উন্মোচন করেছে স্পেসএক্স।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2017, 10:00 AM
Updated : 30 Sept 2017, 10:00 AM

শুক্রবার ৬৮ তম ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনটিক্যাল কংগ্রেস-এ কথা বলার সময় পরিকল্পনার ঘোষণা দেন মহাকাশযান নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানটির প্রধান ইলন মাস্ক।

মাস্ক বলেন, ২০২২ সালে মঙ্গলে মালামাল পাঠানোর মিশন শুরু করবে স্পেসএক্স আর ২০২৪ সালে নালামালের পাশাপাশি মানুষ পাঠানো হবে, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

“মঙ্গলে প্রথম মানুষ পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে বসতি স্থাপনের লক্ষ্যে ২০২২ সাল থেকে প্রতি দুই বছর পর পর মিশন পরিচালনা করা হবে যাতে এটি একটি সুন্দর জায়গা হয়ে ওঠে।”

“এটি ভবিষ্যতে বিশ্বাস রাখার ব্যাপার এবং চিন্তা করা যে অতীতের চেয়ে ভবিষ্যত ভালো হবে,” যোগ করেন তিনি।

শুক্রবার প্রতিষ্ঠানের নতুন বিএফআর রকেটও উন্মোচন করেছে স্পেসএক্স।

এ যাবৎকালের সবচেয়ে বেশি পরিমাণ ভার বহন করতে পারবে নতুন রকেটটি। পুরোপুরিভাবে পুনঃব্যবহারযোগ্য এ রকেটটির উৎক্ষেপণ খরচও কম হবে। তবে সবচেয়ে শক্তিশালী রকেট হবে এটি।

“এটা সত্যি রোমাঞ্চকর যে, আমরা বাস্তবধর্মী রকেট বানাই এবং প্রতিবার এটি উৎক্ষেপণের পর তা ক্র্যাশ করি,” বলেন মাস্ক।

৪০ বগির মহাকাশযান মঙ্গলে পাঠাতে পারবে নতুন বিএফআর। এখানে প্রতিটি বগিতে দুই থেকে তিনজন নভেচারি থাকতে পারবে।

নতুন বিএফআর প্রতিষ্ঠানের অন্যান্য ফ্ল্যাগশিপ রকেট ড্রাগন, ফ্ল্যালকন ৯ ও ফ্যালকন হেভি’র বদলি হিসেবে কাজ করবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।

নতুন বিএফআর রকেটটি ভূপৃষ্ঠেও যাতায়াত করতে পারবে। এর মাধ্যমে বিশ্বের যে কোনো স্থানে যাওয়া যাবে আধা ঘন্টার মধ্যে।