এবার ‘অ্যামাজনের ইকো শো’ আনছে গুগল
প্রযুক্তি ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Sep 2017 08:30 PM BdST Updated: 29 Sep 2017 08:30 PM BdST
-
ছবি- রয়টার্স
অ্যামাজনের সঙ্গে পাল্লা দিতে ইকো শো-এর মতো টেবলটপ স্মার্ট স্ক্রিন ডিভাইস বানাচ্ছে গুগল।
গুগলের নতুন ডিভাইসটি দিয়ে ভিডিও কলের পাশাপাশি প্রতিষ্ঠানের অ্যাপ ব্যবহার ও স্মার্ট হোম ডিভাইসগুলো নিয়ন্ত্রণ করা যাবে। এর আগে ইকো শো-তেও একই ধরনের ফিচার দেখা গেছে, বলা হয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি’র প্রতিবেদনে।
নতুন ডিভাইসটি নিয়ে বেশ কিছু সূত্রের বরাত দিয়ে বৃহস্পতিবার প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট টেকক্রাঞ্চ। তবে, প্রতিবেদনে কারও নাম প্রকাশ করা হয়নি।
অভ্যন্তরীনভাবে গুগলের ডিভাইসটির ছদ্মনাম দেওয়া হয়েছে ‘ম্যানহাটন’। এতে অ্যামাজনের ইকো শো-এর মতোই সাত ইঞ্চি পর্দা রাখা হবে বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
এ ব্যাপারে জানতে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।
চলতি সপ্তাহের শুরুতে অ্যামাজন জানায় ইকো শোতে এখন আর ইউটিউব ভিডিও দেখা যাবে না, কারণ গুগল এই ডিভাইসে সেবা বন্ধ করেছে।
অ্যামাজনের ভয়েস অ্যাসিস্টেন্ট সেবা অ্যালেক্সা’র মাধ্যমে ইকো শো-তে মিউজিক চালু করা, উবারের ট্যাক্সি ডাকা ও ঘরের বাতি জ্বালানো নেভানো যায়।
ইকো শো-এর মাধ্যমে গ্রাহক ইকো ডিভাইস বা অ্যালেক্সা অ্যাপ ব্যবহারকারীর সঙ্গে ভিডিও কনফারেন্স করতে পারেন। এ ধরনের ডিভাইসে এমন ফিচার এটিই প্রথম। অ্যালফাবেট-এর ‘গুগল হোম’ ডিভাইসেও এই ফিচার নেই।
-
ব্রাউজারের ক্যাশ মেমোরি পরিষ্কার করবেন যেভাবে
-
‘দ্রুতগতির’ আউটলুক লাইট অ্যাপ আনছে মাইক্রোসফট
-
ক্রিপ্টো ধসে বিপাকে সাইবার অপরাধীরাও
-
শত কোটি চীনা নাগরিকের তথ্য ‘হ্যাকারের হাতে’
-
‘দানবীয়’ ক্যামেরা সেন্সর শাওমির নতুন ফোনে
-
শুরু হলো কোরবানির পশু কেনাবেচায় ডিজিটাল হাট
-
জ্বর শনাক্ত করবে অ্যাপল ওয়াচ সিরিজ ৮?
-
ক্রিপ্টোই আর্থিক সম্পৃক্ততার চাবিকাঠি: মধ্য আফ্রিকা
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পিএসজির নতুন কোচ গালতিয়ে