দ্বিতীয় প্রান্তিকে কমেছে ডিডিওএস হামলা

চলতি বছরের প্রথম প্রান্তিকের তুলনায় দ্বিতীয় প্রান্তিকে ৫৫ শতাংশ কমেছে ডিস্ট্রিবিউটেড ডিনায়াল-অফ-সার্ভিস (ডিডিওএস) হামলা।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Sept 2017, 11:58 AM
Updated : 28 Sept 2017, 11:58 AM

ইন্টারনেট সুরক্ষা প্রতিষ্ঠান ভেরিসাইন-এর তথ্যমতে দ্বিতীয় প্রান্তিকে হামলার গড় সময়ও কমেছে ৮১ শতাংশ-- খবর ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর।

প্রতিবেদনে আরও বলা হয় আকার, গতি ও জটিলতার দিক থেকে ডিডিওএস হামলা এখনও অনিশ্চিত ও বিভিন্ন দিক থেকে আলাদা।

এই প্রান্তিকে যেসব গ্রাহক এই হামলার শিকার হয়েছেন তাদেরকে বারবার লক্ষ্য করা হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়। ভেরিসাইন জানায়, তারা যে হামলাগুলো প্রতিহত করেছে তার ৭৪ শতাংশ মাল্টিপল অ্যাটাক ধরনের।

প্রতিবেদনে বলা হয়, "চলতি প্রান্তিকে ইউজার ডেটাবেইস প্রটোকল বা ইউডিপি আক্রমণ আধিপত্য দেখিয়েছে, মোট আক্রমণের ৫৭ শতাংশই ছিল এর দখলে। সবচেয়ে প্রচলিত ইউডিপি আক্রমণগুলোর মধ্যে ডোমেইন নেইম সার্ভার বা ডিএনএস, নেটওয়ার্ক টাইম প্রটোকল বা এনটিপি, সিম্পল সার্ভিস ডিসকভারি প্রটোকল বা এসএসডিপি আর লাইটওয়েট ডিরেক্টরি অ্যাকসেস প্রটোকল (এলডিএপি) আক্রমণ রয়েছে।"

৫২ শতাংশ আইটি ও ৩১ শতাংশ আর্থিক খাত এই হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে বলে জানানো হয়।