দ্বিগুণ হলো ইনস্টাগ্রাম-এর সক্রিয় বিজ্ঞাপনদতা

ছয় মাসে মাসিক সক্রিয় বিজ্ঞাপনদাতার সংখ্যা দ্বিগুণ করেছে ফেইসবুকের ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। এর মাধ্যমে সক্রিয় বিজ্ঞাপনদাতার সংখ্যা ২০ লাখের বেশি হয়েছে প্রতিষ্ঠানটির।

প্রযুক্তি ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Sept 2017, 02:17 PM
Updated : 26 Sept 2017, 02:17 PM

এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আমদের ব্যবসায়িক সমাজ ২০ লাখ বিজ্ঞাপনদাতায় পৌঁছেছে যা মার্চে ছিল ১০ লাখ। কনটেন্ট, বিশেষ করে ভিডিওতে মানুষ আগের যে কোনো সময়ের চেয়ে বেশি সময় দিচ্ছে আর কনটেন্ট বানাতেও বেশি সময় দিচ্ছে।”

এক বছরে ইনস্টাগ্রামে গ্রাহকের ভিডিও দেখার সময় বেড়েছে ৮০ শতাংশ। আর  আগের বছরের তুলনায় প্রতিদিন ভিডিও তৈরির সংখ্যা বেড়েছে চার গুণ, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।

স্টোরিজ ও লাইভ এর মতো মোবাইল ভিডিও ফরম্যাটগুলোর কারণে গ্রাহকের সঙ্গে সংযুক্তি বেড়েছে বলে ধারণা করা হচ্ছে।

আগের মাসেই বিজ্ঞাপনের মাধ্যমে একটি ওয়েবসাইট ভিজিট করেছেন ১২ কোটি গ্রাহক।

“আগের পাঁচ বছরের তুলনায় শেষ বছরে অনেক বেশি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে ইনস্টাগ্রাম।”- বলেছে প্রতিষ্ঠানটি ।

বর্তমানে ৮০ লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রামে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি।