একবিবৃতিতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, “আমদের ব্যবসায়িক সমাজ ২০ লাখ বিজ্ঞাপনদাতায়পৌঁছেছে যা মার্চে ছিল ১০ লাখ। কনটেন্ট, বিশেষ করে ভিডিওতে মানুষ আগের যে কোনো সময়েরচেয়ে বেশি সময় দিচ্ছে আর কনটেন্ট বানাতেও বেশি সময় দিচ্ছে।”
একবছরে ইনস্টাগ্রামে গ্রাহকের ভিডিও দেখার সময় বেড়েছে ৮০ শতাংশ। আর আগের বছরের তুলনায় প্রতিদিন ভিডিও তৈরির সংখ্যাবেড়েছে চার গুণ, বলা হয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আইএএনএস-এর প্রতিবেদনে।
স্টোরিজও লাইভ এর মতো মোবাইল ভিডিও ফরম্যাটগুলোর কারণে গ্রাহকের সঙ্গে সংযুক্তি বেড়েছে বলেধারণা করা হচ্ছে।
আগেরমাসেই বিজ্ঞাপনের মাধ্যমে একটি ওয়েবসাইট ভিজিট করেছেন ১২ কোটি গ্রাহক।
“আগেরপাঁচ বছরের তুলনায় শেষ বছরে অনেক বেশি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে ইনস্টাগ্রাম।”- বলেছেপ্রতিষ্ঠানটি ।
বর্তমানে৮০ লাখ ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রোফাইল রয়েছে ইনস্টাগ্রামে। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র,ব্রাজিল, ইন্দোনেশিয়া, রাশিয়া ও যুক্তরাজ্যের প্রতিষ্ঠানের সংখ্যাই বেশি।